আমাদের কথা খুঁজে নিন

   

স্লিম হতে চান ??

Sooner or later a man who wears two faces forgets which one is real. সবাই স্লিম হতে চায় , তাই না। আপনি অবশ্যই চান। আসুন একটি সহজ পদ্বতি অনুশীলন করে দেখি। এই টিপস আপনার জন্য । ভোরে ঘুম থেকে উঠলে স্বাস্থ, সম্পদ ও জ্ঞান বৃদ্ধি পায় বলে প্রচলিত অভিমতের প্রমাণ নতুন করে পেলেন ইংল্যান্ডের রোহম্পটনের গবেষকেরা।

তাদের মতে, এগুলোর সাথে আরেকটি লাভ হয় তা হলো- অতিরিক্ত চেষ্টা না করেই স্লিম হওয়া যায়। বিশ্ববিদ্যালয়টির গবেষকেরা দেখতে পেয়েছেন, যারা দেরিতে ঘুম থেকে জাগেন তাদের চেয়ে যারা আগে জাগেন, তারা অনেক বেশি পরিশ্রম করতে পারেন। তাদের মতে, ভোরে ঘুম থেকে উঠতে পারা লোকেরা অনেক বেশি স্বাস্থবান, সুখী এবং স্লিম। সো ভোরে জাগলেই স্লিম !!!!!!!!!!! আর যখন ভোরে জাগবেনই তা *প্রার্থনা* টাও করে নিন । শরির মন দুটাই ভাল থাকবে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.