আমাদের কথা খুঁজে নিন

   

চট্টগ্রামের গরম খবরঃ এখন থেকে চট্টগ্রাম সিটি এলাকায় ‘বিবাহ কর’ দ্বিগুণ

জানার আগ্রহ মানুষের চিরন্তন, বই হলো তার বাহন, আইনের মৃত্যু আছে কিন্তু বইয়ের মৃত্যু নেই। এখন থেকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় প্রত্যেক বিয়ের পাত্রকে ‘বিবাহ কর’ দিতে হবে। যে যত বিয়ে করবে তাকে তত দ্বিগুণ কর দিতে হবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাধারণ সভায় সরকারের ‘বিবাহ কর’-এর বিষয়টি উত্থাপন করা হলে পুরো হল জুড়ে মহিলা এবং পুরুষ কাউন্সিলরদের মধ্যে হাস্যরসের সৃষ্টি হয়। সরকারি প্রজ্ঞাপনে বলা হয়, সিটি কর্পোরেশন এলাকায় প্রথম বিয়ের জন্য পাত্রকে সর্বনিম্ন ২৫ টাকা এবং সর্বোচ্চ ৫০ টাকা দিতে হবে।

গতকাল সিটি কর্পোরেশনের সাধারণ সভায় প্রস্তাব অনুযায়ী একজন পুরুষকে প্রথম বিয়ের জন্য বছরে বিয়ে কর দিতে হবে ৫০ টাকা, প্রথম স্ত্রীর মৃত্যুর পর অথবা প্রথম স্ত্রীর অনুমতি নিয়ে দ্বিতীয় বিয়ে করলে তাকে বছরে দিতে হবে ২ হাজার টাকা, ১ম ও ২য় স্ত্রীর অনুমতি নিয়ে তৃতীয় বিয়ে করলে তাকে বছরে কর দিতে হবে ১০ হাজার টাকা, ১ম, ২য় ও ৩য় স্ত্রীর অনুমতি নিয়ে ৪র্থ বিয়ে করলে বছরে দিতে হবে ২০ হাজার টাকা। গতকাল সিটি কর্পোরেশনের ১৭ তম সাধারণ সভায় সংস্থাপন স্ট্যান্ডিং কমিটি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ‘বিবাহ কর’-এর প্রস্তাবটি উপস্থাপন করলে সভায় মেয়র মনজুর আলম উপস্থিত সদস্যদের দৃষ্টি আকর্ষণ করেন। এ সময় নারী কাউন্সিলররা পুরুষ কাউন্সিলরদের অধিক বিয়ে না করার জন্য এবং করলে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ বিয়ের কর দ্বিগুণ করার প্রস্তাব দেন। এ সময় নারী কাউন্সিলররা বলেন, পুরুষদের একাধিক বিয়ের প্রবণতা নিরুৎসাহিত করার লক্ষ্যে সর্বোচ্চ ‘বিবাহ কর’ নির্ধারণ করা উচিত। এখন থেকে প্রথম বিয়েতে কাবিননামার সাথে কর দিতে হবে।

পরবর্তী বিয়েতে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট ওয়ার্ডে এই কর দিতে হবে বলে জানা গেছে। বাকীটা পড়তে হলে ........... Click This Link  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.