আমাদের কথা খুঁজে নিন

   

চট্টগ্রামের দর্শকরা ভাগ্যবান

চট্টগ্রামের দর্শকরা সত্যিই ভাগ্যবান। টপটেনের বাংলাদেশের কোনো ম্যাচ উপভোগ করতে পারেনি তারা। কিন্তু ঢাকার চেয়ে শ্বাসরুদ্ধকর বা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ এখানেই অনুষ্ঠিত হচ্ছে। নেদারল্যান্ড-দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড-শ্রীলঙ্কা, বা দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের ম্যাচে যেভাবে জয়-পরাজয়ের নির্ধারণ হয়েছে তা সত্যিই অসাধারণ। আমার আফসোস হয় ইংল্যান্ড-শ্রীলঙ্কা বা ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকার ম্যাচ স্বচক্ষে কেন উপভোগ করলাম না।

টিভিতে যতক্ষণ খেলা দেখেছি ক্ষণিকের জন্য চোখ ফেরাতে পারেনি। টপটেনে বাংলাদেশের ম্যাচ না হওয়া নিয়ে চট্টলাবাসীর যে আক্ষেপ ছিল তা মনে হয় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচগুলো দেখে দূর হয়েছে। উত্তেজনা এখানেই শেষ হয়ে যায়নি। আজ চট্টলাবাসী এবারে টি-২০ বিশ্বকাপের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ মনে হয় উপভোগ করবেন। গ্রুপ পর্বের ম্যাচ হলেও একে কোয়ার্টার ফাইনালের সঙ্গে তুলনা করা চলে।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৭টায় শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড মুখোমুখি হচ্ছে। যারা জিতবে তাদের সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাবে। পরাজিত দলকে ল্যাগেজ গুটিয়ে দেশে ফিরে যেতে হবে।

কথা হচ্ছে জিতবে কে? শ্রীলঙ্কা না নিউজিল্যান্ড। কিছুদিন আগে আমি আমার লেখায় উল্লেখ করেছিলাম, এবার বিশ্বকাপে ভারত ও শ্রীলঙ্কার পারফরম্যান্স আমাকে মুগ্ধ করেছে।

ভারততো টানা তিন ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করেছে। শ্রীলঙ্কা যদি আগের ম্যাচে জিতে যেত তারাও শেষ চারে চলে যেত। আজকের ম্যাচ নিয়ে কোনো চিন্তা করতে হতো না। আসলে আমিও ভাবতে পারিনি শ্রীলঙ্কা সেদিন হারবে। ১৯০ রানের টার্গেট নিয়ে তারা ইংল্যান্ডের কাছে ৬ উইকেটে হেরে গেছে।

এ ধরনের ম্যাচ হারার পর দল যতই শক্তিশালী হোক না কেন মানসিকভাবে কিছুটা বিপর্যয় ঘটে। সুতরাং সাঙ্গাকারাদের আজ বাড়তি চাপ নিয়ে নিউজিল্যান্ডের সঙ্গে মোকাবিলা করতে হচ্ছে। ধারাবাহিক জয় পাওয়ার পর লঙ্কানদের আত্দবিশ্বাস ছিল তুঙ্গে। সেটা কিছুটা হলেও ভেঙে দিয়েছেন ইংলিশরা। নিউজিল্যান্ডকে হারাতে হলে শ্রীলঙ্কাকে নতুন উদ্যোমেই খেলতে হবে।

তবে শ্রীলঙ্কা যে মানের দল তাদের ক্রিকেটাররা সুনাম অনুযায়ী খেলতে পারলে নিউজিল্যান্ড উড়ে যেতে পারে। দুদলের পরিসংখ্যান বিচার করলে কাউকে আবার ফেবারিট বলা যাবে না। এটা আবার নিউজিল্যান্ডের বাড়তি অনুপ্রেরণা হতে পারে। সত্যি বলতে কি ম্যাচটি খুবই টেনশনের। সেক্ষেত্রে ফেবারিটা বা কোনো অনুপ্রেরণায় কাজে আসবে না।

চাপ সামলিয়ে যারা খেলতে পারবে তারাই জিতে যাবে।

 

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.