আমাদের কথা খুঁজে নিন

   

হাসনা হেনা, রোজলীন.... নতুন সুর.. নতুন ধান্দা...

যা ইচ্ছে তাই ..যাই লিখে যাই.. ইচ্ছে মতো ভাবনা ছড়াই... ভাবনা গুলোও এলো মেলো...পদ্য নাকি গদ্য হলো...কে জানে তা.... সে জানা নাই.. হাসনা হেনা, রোজলীন.... নতুন সুর.. নতুন ধান্দা... কেউ খেয়াল করেছেন...তার অসুখ কিন্তু চলে গেছে... এখন থালা পাতছেন ... মেয়ের ভবিষ্যত আর ব্যাংক লোন শোধ করার আবদার নিয়ে.... সে আবার অফার করছে যারা সহযোগীতা করবে তাদের নাম পরিচয় গোপন রাখবে... কি আজব? এ ভদ্র(?)লোক নিজেরে কি মনে করে আ পাবলিক কে কতটা ভোদাই মনে করে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।