আমাদের কথা খুঁজে নিন

   

মুম্বইয়ের পতিতালয় থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক বাবুর্চির মেয়ে উদ্ধার

ওই বাবুর্চির মেয়ের নাম রুবি (এটা তার আসল নাম নয়)। রুবির বয়স ২১ বছর। তার বিবাহ বিচ্ছেদ ঘটেছে। মুম্বই পুলিশের সোশ্যাল সার্ভিস শাখার সহকারী পুলিশ কমিশনার ফিরোজ প্যাটেল বলেন, উদ্ধারকৃতদের মধ্যে রুবি বাংলাদেশের প্রধানমন্ত্রীর এক বাবুর্চির মেয়ে। এই বছরের মে মাসে রুবিকে ভাল বেতনে গৃহপরিচারিকার কাজ দিয়ে পারিবারিক এক বন্ধু মস্তো গত মে মাসে ভারতে নিয়ে যায়।

ভারতে যাওয়ার আগে তিনি তার এক বছরের ছেলেকে নিজের মায়ের কাছে রেখে যান। সন্তানের মায়া ত্যাগ করে তিনি ভারতে গেলেও তার ভাগ্য খোলেনি। মস্তো তাকে মে মাসেই সুরাটের এক পতিতালয়ে বিক্রি করে দেয় ৪০ হাজার রুপিতে। সেখানে রুবি দেহ ব্যবসা চালাতে অস্বীকৃতি জানান। এর এক মাস পরে ওই পতিতালয়ের মালিক তাকে ২৫ হাজার রুপির বিনিময়ে মুম্বইয়ের কামাথিপুরা পতিতালয়ের এক মালিকের কাছে বিক্রি করে দেয়।

Click This Link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।