আমাদের কথা খুঁজে নিন

   

এসিএম আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতা (আইসিপিসি)

 আইসিপিসির ঢাকা পর্বে বুয়েটের শ্রেষ্ঠত্ব আইসিপিসি ঢাকা পর্বের পুরস্কার বিতরণ এসিএম আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতা (আইসিপিসি) ২০১২-এর ঢাকা পর্বে গত বছরের মতো এবারও শীর্ষস্থান অর্জন করেছে বংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বুদবুদ দল। ১০টি প্রোগ্রামিং সমস্যার মধ্যে পাঁচটির সমাধান করে শীর্ষস্থান অর্জন করে দলটি। এ দলের সদস্যরা হলেন: এফ এ রেজাউর রহমান, মো. ইনজাম হোসেইন ও মীর ওয়াসি আহমেদ। সমসংখ্যক অর্থাৎ পাঁচটি সমস্যার সমাধান করে সময়ের কারণে দ্বিতীয় স্থান অর্জন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘পেলিনড্রোম’ (মো. মাকসুদ হোসেইন, ফরহাদ আহমেদ, বাকের আনাস)। তৃতীয় স্থানে আছেন বুয়েটের ‘যা ইচ্ছে তাই’ (প্রত্যয় মজুমদার, নাহিয়ান কামাল, নাজিব মেসকাত) দল (সমাধান পাঁচটি)।

ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে গত শনিবার সকালে শুরু হয় পাঁচ ঘণ্টার এ প্রতিযোগিতা। রাতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান। এ সময় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হাফিজ জি এ সিদ্দিকী উপস্থিত ছিলেন। এতে প্রধান বিচারক ছিলেন অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল। প্রতিযোগিতার প্রবলেম সেট অ্যানালাইজার শাহরিয়ার মনজুর জানান, প্রতিযোগিতায় অংশ নেওয়া ১১৫টি দলের মধ্য থেকে ১১৩টি দল ন্যূনতম একটি করে সমস্যার সমাধান করেছে।

এটি সার্বিকভাবে বেশ ভালো ফলাফল। বিজয়ীদের নাম ঘোষণা করেন অধ্যাপক এম কায়কোবাদ ও মাহবুবুল ইসলাম। শীর্ষস্থান অর্জন করায় আগামী বছর পোল্যান্ডে অনুষ্ঠেয় আইসিপিসির চূড়ান্ত পর্বেবুয়েট বুদবুদ দল অংশ নেওয়ার সুযোগ পেল। এছাড়াও ওয়াইল্ড কার্ডে আরেকটি দল সুযোগ পেতে পারে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।