আমাদের কথা খুঁজে নিন

   

অনেকদিন পর দেখা একটা কোরিয়ান মুভি... 71: Into the Fire

এইমাত্র একটা মুভি দেখে উঠলাম। উত্তর এবং দক্ষিণ কোরিয়ার মধ্যকার যুদ্ধ চলাকালীন একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত। ৭১জন প্রশিক্ষনবিহীন ছাত্রের দল কিভাবে একটি সাঁজোয়াযান, ট্যাংক ও ভারী অস্ত্রে সজ্জিত পেশাদার বাহিনীকে রুখে দিল এটাই মূল কাহিনী এইখানে। তার মধ্যে আছে অপেশাদার বাহিনীতে নেতৃত্ব নিয়ে মারামারির ঘটনাও। 71: Into the Fire এর IMDB রিভিউ মুভিটায় যুদ্ধের দৃশ্যগুলো এত সুন্দরভাবে চিত্রায়িত হয়েছে যে কোন কোন জায়গায় 'Saving Private Ryan' এবং 'pearl harbour'কেও ছাড়িয়ে গেছে। আপনি যদি যুদ্ধের মুভি পছন্দ করেন, তাহলে এটা ওই ঘরানার মুভির মধ্যে আপনার দেখা সেরা ৫এ থাকবে অবশ্যই। কমেন্টে ডাউনলোড লিংক দিবো যদি খুঁজে পাই। বিঃদ্রঃ এখন জ্যাকি চ্যানের '1911' দেখতে বসব। এইটাও মনেহয় যুদ্ধকেন্দ্রিক কাহিনীর মুভি।দেইখা জানাব কেমন লাগলো...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।