আমাদের কথা খুঁজে নিন

   

অনেকদিন পর ...


প্রন ফ্লেভার্ড স্পিনাচ উইথ পাম্পকিন মিক্সড্ ভেজিটেবলস যেভাবে বানালাম: ফ্রাইং প্যানে তেল গরম করে পিয়াজ আর রসুন একটু ভেজে নিয়ে বাধা কপি, গাজর আর লবণ দিয়ে কিছুক্ষণ রান্না করলাম। পুরাপুরি নরম হওয়ার আগে মাশরুম আর ক্যাপসিকাম দিয়ে দিলাম। এবার সবগুলো মোটামুটি হয়ে গেলে গুলমরিচের গুঢ়া, লেবুর রস একটু টেস্টিং সল্ট দিয়ে সামান্য নেড়ে চেড়ে নামিয়ে ফেললাম। ব্যাস... রোস্টেড গার্লিক ফ্লেভার্ড সালাদ যেভাবে বানালাম: শসা, টমেটো, পিয়াজ মরিচ আর রসুন কুচি করে কেটে রাখলাম। এবার ফ্রাইং প্যানে সামান্য তেলে স্লাইস করে কাটা রসুন হালকা ভেজে নিলাম।

এবার সব কিছু একসাথে মিশিয়ে লেবুর রস দিয়ে দরকার মত লবণ, গুল মরিচ দিয়ে মাখিয়ে নিলাম। ব্যস হয়ে গেল... ছুটিতে দেশে গিয়ে খাওয়া দাওয়ার লাগামটা টেনে ধরা একটু কঠিন হয়ে পড়ে । যার পরিণতিতে ভূড়িটা ধুপ করে বড় হয়ে যায় । তাই আগের অবস্থায় ফেরার জন্য খালি সবজিই রান্না করলাম । অনেকদিন পরে হালকা রান্না-বান্না ভালোই লাগলো ।

ভাবতেছি, আরও কিছুদিন সবজিই চালিয়ে যাবো । সামনে আবার ঈদ কিনা (বিদ্র: রেসিপি গুলো পরে অ্যাড করলাম)
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।