আমাদের কথা খুঁজে নিন

   

মডারেটর কথা রাখেনা ('কেউ কথা রাখেনি' তাই মডারেটর সাহেবরাও কথা রাখেন না!)

আমার ব্লগ পরিদর্শনে আপনাকে স্বাগতম! কেউ কথা রাখেনি, আঠার দিন কাটলো মডারেটর সাহেবও কথা রাখেনি এই ব্লগে রেজিস্ট্রেশনের সময় ব্লগ নির্দেশনায় পড়লাম সাতদিন পর মডারেটর সাহেব আমাকে প্রথম পাতায় লেখার অনুমতি দেবে তারপর নভেম্বরের আঠারটা দিন এসে চলে গেল, কিন্তু সেই অনুমতি এখনও এলো না আঠার দিন প্রতীক্ষায় আছি । মডারেটর সাহেব বলেছিলেন, প্রথম পাতায় লেখার সুবিধা পেতে ভাল লেখা পোষ্ট করুন এবং ব্লগের নিয়মাবলী মেনে চলুন উদারতা, সহনশীলতার প্রথমপাঠ যেখানে পাওয়া যাবে সেই শর্তাবলী পড়ুন এবং মেনে চলুন। মডারেটর, আমি আর কত পোষ্ট করব ? আমার পোষ্ট এই ব্লগের সবাইকে ফেলে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় প্রথম পাতায় নিয়ে যাবে ? একটাও মন্তব্য করতে পারিনি কখনো নিজের পোষ্ট পড়ে পড়ে আমার ব্লগেই কেটেছে আঠারটা দিন বোকার মতন 'আইরিন সুলতানা'দের ব্লগে হা করে দেখেছি শব্দের উৎসব অবিরল রঙ্গের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কণ পড়া ফর্সা রমণীরা কতরকম আমোদে ব্লগ লিখেছে আমার ব্লগে তারা ফিরেও চায়নি ! মো. মাসুদুর রহমান আমাকে আশ্বাস দিয়ে বলেছিলেন, অপেক্ষ করুন, একদিন আপনিও চমক লাগানো ব্লগ লিখতে পারবেন মাসুদুর রহমানকে এখন খুঁজেই পাইনা, আমারও লেখা হলো না কিছুই সেই ব্লগ, সেই মন্তব্য-পাল্টা মন্তব্যের উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না ! বুকের মধ্যে কষ্ট চেপে রেখে আমার 'ভালবাসার মানুষ' বলেছিল, যেদিন 'আমায়' সত্যিকারের ভালবাসবে সেদিন আমার বুকেও এরকম ব্লগের উৎসব হবে ! ভালবাসার জন্য আমি হাতের মুঠোয় মাউস ধরেছি নির্ঘুম রাত কেটেছে রাতের পর রাত এই ব্লগ ওই ব্লগ তন্ন তন্ন করে খুঁজে লিখেছি একাধিক কবিতা তবু কথা রাখলেন না মডারেটর, এখন ব্লগে শুধু মন্তব্যহীনতার গন্ধ এখনো আপনি মডারেটর আছেন ! আপনি কথা রাখেননি, আঠার দিন কাটলো, মডারেটর কথা রাখেনা !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।