আমাদের কথা খুঁজে নিন

   

মোটা হওয়ার আশঙ্কায়!

প্রাণখোলা হাসির শব্দ শুনতে ভালোবাসি তবে সে হাসি হতে হবে স্বর্তস্ফূর্ত এবং মুখ খুলে। মুখ টিপে হাসার চেয়ে অট্টহাসিই আমাদের সত্যিকার প্রভাবিত করে এবং হাসির সংক্রমণ ঘটায়। ‘মানুষ না খেলে মরে না, খেয়ে মরে’ এ কথাটিকে অন্ধের মতো বিশ্বাস করে বিপদ ডেকে এনেছে ম্যাডিসনের উত্তরাঞ্চলের অ্যাপিলিটন শহরের সুল্টজ দম্পতি। ১৪ মাসের শিশুটিকে ক্ষুধার্ত রাখার অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাদের। বেশি খেয়ে শিশুটি যাতে মোটা না হয়ে যায়, তাই এ দম্পতি শিশুটিকে কম খেতে দিত।

ফলে ১৪ মাসে শিশুটির ওজন বেড়েছে মাত্র পাঁচ পাউন্ড। শিশুটিকে অবজ্ঞা করার দায়ে ক্রিস্টোফার সুল্টজ ও ম্যারি সুল্টজকে অভিযুক্ত করা হয় এ মাসে। যদি তারা দোষী সাব্যস্ত হন তবে দু’জনের এক বছর করে জেল ও ২৫ হাজার টাকা করে জরিমানা হবে। বৃহস্পতিবার আউটাগোমিক কান্ট্রি সার্কিট কোর্ট ৩৫ বছরের ক্রিস্টোফার ও ৩৬ বছরের ম্যারি সুল্টজকে জামিন দেয়। কিন' তারা ওই সন্তানটির সাথে দেখা করতে পারবে না।

বাকি তিন সন্তানকে দেখাশোনা করার শর্তে মুচলেকায় স্বাক্ষর নিয়ে তাদের জামিন দেয়া হয়েছে। অ্যাটর্নি মাইকেল পেটারসন বলেছেন, তারা ইচ্ছা করেই এই অপরাধ করেছে, নাকি শিশুটির বাবা-মাকে কেউ বিভ্রান্ত করেছে- সে ব্যাপারে পুরোপুরি তদন্ত না করার আগে রায় দেয়া যাবে না। একজন চিকিৎসক পুলিশকে জানান, ২০১০ সালের জুনে জন্ম নেয়া আট পাউন্ড ওজনের শিশুটির ওজন গত সেপ্টেম্বরে বেড়ে মাত্র ১৩ পাউন্ড হয়। কিন' এই বয়সে তার ওজন হওয়া উচিত ২২ পাউন্ড। আরেকজন চিকিৎসক বলেন, শিশুটির শরীরে তেমন চর্বি নেই এবং সে খুব ক্ষুধার্ত।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।