আমাদের কথা খুঁজে নিন

   

মোটা

https://www.facebook.com/blogger.sadril শরীরটা বানিয়ে গোলগাল, হচ্ছি আমি মোটা। দিচ্ছো কেন গাল? দিচ্ছো কেন খোটা? সূর্য জালিয়ে জাগে সকাল ভাল লাগে নাস্তায় পুরি বা পরোটা। সামান্য করি ডায়েট কন্ট্রোল, মেদময় ভুড়িটার বাজিয়ে বারোটা। অলস দুপুর ভুলিয়ে দেয় কলেসটোরোল, বিরিয়ানির দোকানে টনটনে চোখে ছোটা। বিকেলের ঝালমুরিতে না পাওয়া গেলে ঝাল, পূরন হবে না মানুষ হয়ে জন্ম নেবার কোটা। সন্ধ্যায় ফুচকা কিংবা ফাস্টফুডে ধরবো হাল, তারপর সুসাস্থ্যের প্রতি সুচিন্তিত হয়ে একটু হাটা। রাতের ভাতের পাতে চাই ডিম,আলু,মাংস ও ঝোল মাছ খাবো না, যদি বাধিয়ে ফেলি গলায় কাটা? মধ্যরাত্রে যখন আকাশ পাতে তার কপোল চাঁদমামা যেন দিতে পারে পিতজাকৃতি ফোটা আমার তখন হিসেবে পাকানো তালগোল কি করে হলাম এত মোটা! (ব্লগারের স্বরচিত এই ছড়াটি মাসিক উন্মাদ পত্রিকার মে মাসের ইস্যুতে প্রকাশিত)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।