আমাদের কথা খুঁজে নিন

   

মোদের প্রভূ যাত্রা

যারা অন্যের সাথে প্রতারণা করে তারা প্রথমে নীজের সাথে প্রতারণা করে,কিন্তু নির্বোধ বলে তারা তা বুঝে না। আর প্রতরণার মধ্য দিয়ে প্রতারক মানুষরুপী শয়তান ও প্রেতে পরিনত হয়। কিন্তু অজ্ঞনতার ধরুন বিবেক তাদের ধ্বংশন করে না। ফলস্বরুপ,তারা পাপাচারে সুখ ভোগ করে। মোরা অনন্তকালের পথিক।

মোদের নাই মৃত্যু। মোদের আয়ু আল্লাহ সমান। মোরা সৃষ্টির শ্রেষ্ঠ। মোদের চলার সাথে আছে আল্লাহ। মোদের পদচিহ্নে আছে প্রভূর পদচিহ্ন।

মোদের সৃষ্টি প্রভূ স্বরুপ। মোরা ভয় করি না মৃত্যু। মোরা সত্যের পথিক। মোরা দুঃখ দেয় না কীট। মোরা মানী,জগত জোড়ায় প্রভূ।

মোদের প্রিয় মানুষ, মোদের মানুষই প্রভূ, মোরা মানুষ ভিন্ন এই জগতে পাইনা কোন প্রভূ মোদের মানুষই প্রভূ। মোদের আশা প্রভূর আশা। মোদের ভালবাসা প্রভূরই ভালবাসা। মোরা ভালবাসি প্রভূকে মোরা মানুষকে ভালবেসে, মোদের মানুষই প্রভূ। মোদের সম জীবসকল।

মোরা মানী,প্রভূর সম সকল জীব। মোরা পাই না খুঁজে জীবের অন্তর ব্যাতীত এই জগতে প্রভূর বিরাজ, মোদের নিকট প্রাণ প্রভূ সম। মোদের ধর্ম প্রভূর ধর্ম। প্রিয় প্রভূর তাঁর সৃষ্টি প্রাণ, মোরা ভালবেসে প্রভূ,র প্রাণ মোরা মানী প্রভূর ধর্ম। মোরা গমন করি না মসজিদ,মন্দির,চার্যে।

মোরা দেখি ঐ ঘরে যারা গমন করে তরাই প্রভূর শত্রু,মানুষের শত্রু,তারাই মানুষকে কীট ভেবে জবেহ,হত্যা করে, তারাই মানছে শয়তানের ধর্ম, তারাই সকল জীবের জন্য দুঃখ সৃষ্টি করছে। মোরা মানী,প্রভূর ধর্ম। মোরা সকল জীবকে ভালবেসে প্রভূকে ভালবাসি, মোরা সকল জীবকে প্রভূ মানী। মোদের এই প্রভূ যাত্রা এই ধরায় চলবে অনন্তকাল, মোরা অনন্তকালের পথিক, মোদের নাই মৃত্যু, মোদের আয়ু আল্লাহ সমান। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.