আমাদের কথা খুঁজে নিন

   

মোদের অর্ঘ্য নিও

তন্ময়-অন-রান.ব্লগস্পট.কম দিন পাঁচেকের এই আগমনে কেমনে বলিবো সকল কথা নিজেরে হাসায়ে তোমারে হাসাই কেমনে প্রকাশি জমানো ব্যাথা ওনাদের ডাকে এসেছিলে তুমি নিতে অসুরেরও প্রাণ মোরা ডাকি হায় শুনিতে না পাও অসুর হাস্যে ম্লাণ আজি অসুরেতে ভরিয়া গিয়াছে এ ধরণী মাগো তব এতো ডাকাডাকি হাহাকার সব কেমনে এড়ায়ে থাকো দাঁড়ায়ে তোমার সামনে মাগো মোরা কাঁদি নিরুপায় এর চেয়ে বেশি কী করিবো আর মোরা বড় অসহায় এ সংসার আজ অনলে পুড়িছে দিকে দিকে দুর্গতি মোদের তুমি ক্ষমা করো মা মোরা যে ক্ষুদ্র অতি দেখো দেখো মা আসিবে শুনেই অভিযোগ খাতা খুলিছে মোরা ছোট প্রাণ তোমাকে পেয়েই বাস্তবতাকে ভুলেছি তুমি আসিয়াছো সাজ সাজ রব মোদের অর্ঘ্য নিও চলেতো যাবেই মোদের রেখে মা অশ্রু মুছায়ে দিও ______________ ব্যাক লিংক :: ডোন্ট ক্লিক

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.