আমাদের কথা খুঁজে নিন

   

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে আবারো বাংলাদেশি হত্যা

আর পারি না বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম- ভারত সরকার সীমান্তে বাংলাদেশি নাগরিকদের হত্যা বন্ধের প্রতিশ্র"তি দিলেও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফের গুলিতে আবারো এক গরু ব্যবসায়ী নিহত হয়েছে। শনিবার ভোরে শিবগঞ্জের শিংনগর সীমান্তে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বর্ডার গার্ডস বাংলাদেশ (বিজিবি) কর্তৃপক্ষ। নিহত শরিফুল ইসলাম (২৩) শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর-শাহাপাড়া গ্রামের শামসুল হক কালুর ছেলে। চাঁপাইনবাবগঞ্জ ৩৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার ভোর ৫টার দিকে এক পাল গরু নিয়ে শিংনগর সীমান্তের ১৭৯ নম্বর পিলারের কাছ দিয়ে ভারতে প্রবেশ করেন কয়েকজন গরু ব্যবসায়ী। এ সময় ভারতের পশ্চিমবঙ্গের মালদহ ১২৩ বিএসএফ ব্যাটালিয়নের দৌলতপুর ক্যাম্পের জওয়ানরা তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে।

"গুলিবিদ্ধ শরিফুলকে তার সঙ্গীরা উদ্ধার করে বাংলাদেশের সীমানায় নিয়ে আসে। গুরুতর আহত অবস্থায় শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান তিনি। " শরিফুলের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ভারতীয় সীমান্তরক্ষীদের হাতে নিরস্ত্র বাংলাদেশি নিহত হওয়ার ঘটনা বাড়তে থাকায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল চলতি বছরের শুরুতে তাদের প্রতিবেদনে ভারত সরকারের কঠোর সমালোচনা করে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হয়।

এই পরিপ্রেক্ষিতে ভারতের পক্ষ থেকে জানানো হয়, হতাহতের ঘটনা কমিয়ে আনতে বিএসএফ সদস্যদের তারা 'প্রাণঘাতি নয়'- এমন অস্ত্র সরবরাহ করছে। গত কিছুদিনে সীমান্তে হত্যার ঘটনা কিছুটা কমে এলেও তা পুরোপুরি বন্ধ হয়নি। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর প্রতিটি বৈঠকেই এ বিষয়ে আলোচনা হয়। বিজিবি কর্মকর্তা জাহাঙ্গীর জানান, শরিফুল নিহত হওয়ার প্রবিবাদ জানিয়েও বিএসএফকে একটি চিঠি দেওয়া হয়েছে। . ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.