আমাদের কথা খুঁজে নিন

   

নারীদের বেশী বয়সেও যে অস্ত্রোপচার ছাড়া প্রসব সম্ভব, সেটা প্রমান করলেন ঐশ্বরিয়া ......

... অস্ত্রোপচার ছাড়া সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে বয়স কোনো ব্যাপার না। এ জন্য শুধু আত্মবিশ্বাস আর মনের জোর থাকা দরকার—এমনটাই মনে করেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া রাই। গত বুধবার কন্যাসন্তানের মা হয়েছেন তিনি। স্বাভাবিক সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে ঐশ্বরিয়ার সাহস ও শারীরিক সক্ষমতা দেখে মুম্বাইয়ের চিকিত্সকেরাও মুগ্ধ। ৩৮ বছর বয়সেও শারীরিকভাবে এত সক্ষম হওয়ায় চিকিত্সকেরা ঐশ্বরিয়ার প্রশংসায় পঞ্চমুখ।

মুম্বাইয়ে ঐশ্বরিয়ার বয়সী নারীদের এক-চতুর্থাংশই অস্ত্রোপচার ছাড়া সন্তান জন্ম দিতে ভয় পান। চিকিত্সকেরাও একে বিপজ্জনক মনে করেন। কিন্তু ঐশ্বরিয়া প্রমাণ করলেন ৪০-এর কাছাকাছি বয়সেও একজন নারী অস্ত্রোপচার ছাড়াই সন্তানের জন্ম দিতে পারেন। মুম্বাইয়ের ধাত্রী ও প্রসূতিবিদ্যা-বিষয়ক সোসাইটির প্রেসিডেন্ট চিকিত্সক নজের শেরিয়ার টাইমস অব ইন্ডিয়াকে বলেছেন, সাধারণত চিকিত্সকেরা বেশি বয়সের নারীদের অস্ত্রোপচারের মাধ্যমে সন্তানের প্রসব করাতে চান। অনেক সময় নারীরা নিজেই অস্ত্রোপচারের কথা বলেন।

কিন্তু ঐশ্বরিয়ার সন্তান প্রসবের পরে চিকিত্সকেরা এ নিয়ে নতুন করে ভাববেন। অস্ত্রোপচার ছাড়া সন্তান জন্ম দিতে হলে মায়েদের কী কী করতে হবে, তা জানতে হলে যেতে হবে ঐশ্বরিয়ার কাছে। আর এ জন্য নতুন মা ঐশ্বরিয়াকে ধন্যবাদ জানান চিকিত্সক নজের শেরিয়ার। লীলাবতী হাসপাতালের প্রসূতি বিভাগের প্রধান চিকিত্সক কিরণ কোয়েলহো বলেছেন, ঐশ্বরিয়া সব মায়ের রোল মডেল হতে পারেন। মানসিকভাবে প্রস্তুতি নিলে এবং বয়স নিয়ে ভয় না পেলে অস্ত্রোপচার ছাড়াই যেকোনো বয়সে নারীরা স্বাভাবিকভাবে সন্তানের জন্ম দিতে পারেন।

এ জন্য তাঁদেরকে সাহসী হতে হবে। সেভেন হিলস হাসপাতালের চিকিত্সক ফিরোজা পারিখ বলেছেন, দুজন নারীর সাহসী পদক্ষেপের ফলেই অস্ত্রোপচার ছাড়া জন্ম নিয়েছে ঐশ্বরিয়ার মেয়ে। একজন হলেন নতুন মা ঐশ্বরিয়া আর অপরজন তাঁর সুদক্ষ চিকিত্সক বিনিতা সালভি। ভারতে এখন বেশির ভাগ শিশুর অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম হয়। টাইমস অব ইন্ডিয়ায় ওই প্রতিবেদনে বলা হয়েছে, ২০১০ সালে ভারতের সরকারি ও বেসরকারি হাসপাতালে এক লাখ ৮৩ হাজার শিশু জন্ম নিয়েছে।

তাদের মধ্যে ১৭ শতাংশ শিশুর জন্ম স্বাভাবিকভাবে হয়েছে। আর ৬৯ শতাংশ শিশুই অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম নিয়েছে। ঐশ্বরিয়ার সন্তান কীভাবে জন্ম নিয়েছে সে ব্যাপারে মুখ খোলেনি সেভেন হিলস হাসপাতাল বা বচ্চন পরিবার। তবে জানা গেছে, সন্তান প্রসবের সময় ঐশ্বরিয়াকে ব্যথানাশক ওষুধ দেওয়া হয়েছিল। জানা গেছে, ঐশ্বরিয়ার পথ অনুসরণ করছেন বলিউডের আরও একজন অভিনেত্রী।

তিনিও মা হতে চলেছেন। আর তিনিও চান ঐশ্বরিয়ার মতো অস্ত্রোপচার ছাড়া সন্তানের জন্ম দিতে। বেসরকারি হাসপাতালে কর্মরত নাম প্রকাশে অনিচ্ছুক একজন চিকিত্সক বলেছেন, ভারতে অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান জন্ম দেওয়ার ঘটনা বাড়ছে। তিনি বলেন, ভারতের গ্রামগুলোতে যেখানে অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান জন্মের হার ৫০ শতাংশ সেখানে শহরে সেই হার ৮০ শতাংশ। মুম্বাইয়ের জে জে হাসপাতালের প্রসূতি বিভাগের প্রধান চিকিত্সক রেখা দেভার বলেন, যদি গর্ভকালীন সবকিছু ঠিক থাকে—তাহলে সন্তান জন্মের সময় অস্ত্রোপচার করার কোনো দরকার নেই।

এ ক্ষেত্রে মায়ের বয়স কোনো ব্যাপার না। তিনি বলেন, অস্ত্রোপচার করতে হবে কি না—তা নির্ভর করে শিশুর ওজন, মায়ের রক্তচাপ ও যৌন অঙ্গের প্রসারণের ওপর। চিকিত্সক রেখা দেভার আরও বলেন, স্বাভাবিকভাবে সন্তানের জন্ম হলে তা মা ও শিশুর উভয়ের স্বাস্থ্যের পক্ষে ভালো। এতে নবজাতকের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে, নাড়িতে সংক্রমণের আশঙ্কা কম থাকে আর ফুসফুস ভালো থাকে। সূত্র: সংগৃহীত।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.