আমাদের কথা খুঁজে নিন

   

আক্ষেপ ঘুচিয়ে দিলেন খাদিজা

সাকিব আল হাসান, আবদুল রাজ্জাক, সোহরোওয়ার্দী শুভ, ইলিয়াস সানি, এনামুল জুনিয়র, মোশাররফ রুবেলের মতো বা হাতি অফ স্পিনারদের ভীড়ে একজন ডানহাতি স্পিনার হন্যে হয়ে খুজছে জাতীয় ক্রিকেট দল। এতোদিন না মিললেও এখন একজন ডানহাতি স্পিনার পেয়ে গেছে বাংলাদেশ! তবে পুরুষ ক্রিকেট দল নয়; মহিলা দল। নাম খাদিজা তুজ জোহরা। কাল বিকেএসপিতে ডান হাতি স্পিন যাদুতে আইরিশ ব্যাটসম্যানদের নাক চুবানি খাইয়ে খাদিজা প্রমান করে দিলেন বাংলাদেশ শুধু বা হাতি নয়, ডান হাতি স্পিনারেরও উর্বর ভুমি। ৩২ রানে ছয় ব্যাটসম্যানকে ফিরিয়ে দিয়ে খাদিজা একাই ধসিয়ে দিলেন আয়ারল্যান্ডের ব্যাটিং লাইন আপ।

ফলে ৯৫ রানের বড় জয় দিয়ে ওয়ানডে স্ট্যাটাস পাওয়া এক অর্থে নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ হারলেও বল হাতে উজ্জ্বল ছিলেন খাদিজা। ৪১ রানের বিনিময়ে নেন চার উইকেট। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশী স্পিনারদের তোপের মুখে তার হাতে বল তুলে দেয়ারই সুযোগ পাননি সালমা খাতুন। কাল বিকেএসপিতে আয়ারল্যান্ডের বিপক্ষে বল হাতে দুর্বার হয়ে উঠলেন মুশফিকুর রহিমের শহর বগুড়ার এ ১৬ বছর বয়সী কিশোরী।

হুইল্যানের স্টাম্প উড়িয়ে দিয়ে ধ্বংস যঞ্জের সুচনা করেন খাদিজা। এর পর গুনে গুনে আরো পাচ আইররিশ ব্যাটসম্যানকে তিনি প্যাভিলিয়নে ফেরত পাঠান ৬ উইকেটের মাধ্যে তিনটি বোল্ড করেছেন। দুটি ক্যাচ এবং একটি স্ট্যাম্পিং। এর মাঝে রয়েছে বাংলাদেশী বোলারদের সামনে ভয়ঙ্কর হয়ে উঠা ব্যাটসম্যান সিসিলিয়া জয়েসের উইকেটটিও। স্কোর বোর্ডে কোনো রান যোগ না হওয়ার আগেই প্রথম উইকেট হারানোর দ্বিতীয় উইকেটে ৬৮ রান যোগ করে ভালই জাবাব দিচ্ছিলো আয়ারল্যান্ড।

এরপরই শুরু খাদিজা ম্যাজিক। এ ডানহাতি কিশোরী স্পিন ম্যাজিগ তন্ময় হয়ে দেখলো বিকেএসপিতে উপস্থিত গুটি কয়েক দর্শক। খাদিজা খাতুন এবং বাংলাদেশর স্পিনারদের তোপের মুখে ৪৬ রান তুলতেই শেষ ৯ উইকেট হারায় পাচটি বিশ্বকাপ খেলা আয়ারল্যান্ড। ম্যাচ শেষে খাদিজার বোলিং ফিগার ১০-০-৩২-৬। এটি খাদিজারও ক্যারিয়ারের সেরা বোলিং।

এর আগে আগে পাকিস্তানের বিপক্ষে ৪ উইকেটই ছিল তার সেরা বোলিং ফিগার। মাত্র ৭ ম্যাচের আন্তর্জাতিক ক্যারিয়ারও অবশ্য বেশ সমৃদ্ধ এ ডান হাতি স্পিনারের। ৭ ম্যাচে নিয়েছেন ১৮ উইকেট। ম্যাচ শেষে অবশ্য সর্তীর্থদের সব কৃতিত্ব ভাগ করে দিলেন খাদিজা। বলেছেন,‘ ‘আমি চেষ্টা করেছি ভাল খেলার।

আমার চেষ্টা সফল হয়েছে। আমাকে সবাই সহযোগিতা করেছে। বিশেষ করে অধিনায়ক এবং কোচের অনুপ্রেরণা আমার পারফরম্যান্সে দারুণ ভূমিকা রেখেছে। ’ মহিলা ক্রিকেটে একজন যোগ্য ডান হাতি স্পিনার পেয়ে গেল বাংলাদেশ। এখন বাংলাদেশ পুরুষ দল একজন খুজে পেলেই হয়! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।