আমাদের কথা খুঁজে নিন

   

অনুষ্টানে উপস্থাপনা করতে হবে!!!!!!!!!!! কিভাবে করবো :-

দেলওয়ার হোসেন লিপু আস সালামু আলাইকুম ওয়া রাহমাতুললাহ, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছেন সবাই ?? নিশ্চয়ই ভালো আছেন ?? অনেক ভালো। আজকে বৃহষ্পতিবার-১৭ তারিখ,, আজকের এই দিন,, সিলেটি আনন্দের শুভ জন্মদিন। আজকের এই দিন ,, সিলেটি আনন্দ-কে সময় দিন। গানে আর ফানে মাতিয়ে তুলুন সিলেটি আনন্দ।

স্বপ্নবাজ কয়েকজন তরুন স্বপ্ন দেখেছিল এমন একটি রোম হবে যেখানে পরিবারের সবাই মিলে মন খুলে আড্ডা দিলত পারবে। যেখানে সবাই আড্ডা দেয়ার পাশাপাশি সংস্কুতি চর্চা ও নিজেদের বন্ধু খুজে নিতে পারবে। অবসর সময়ে অনেক মজা করে আড্ডা দিতে পারবে। ২০০৯ সালের এই দিনেই সেই সপ্নের বাস্তব রুপ নিয়ে জন্ম হয় সিলেটি আনন্দের। শুভ জন্ম দিন সিলেটি আনন্দ ,, শুভ জন্ম দিন।

আপনাদের সবার ভালবাসা ও সহযোগিতায় ৩য় বর্ষ পুর্তির ন্যায় শত বর্ষে পদার্পন করবে সিলেটি আনন্দ। অনেক সীমাবদ্ধতা থাকা সত্তেও বর্ষপুর্তির অনুষ্টান আমরা মনে প্রাণে সুন্দর ভাবে সাজানোর যথাসাধ্য চেষ্টা করিছি তবুও অনেক ভুল ভ্রান্তি হতে পারে,, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন স্ই প্রত্যাশা রাখি। একটি কথা না বললেই নয়,, আমাদের পথ চলায় অনেক বাধা-বিপত্তি এসেছে। কু-চক্রি মহল রুমটি ধ্বংষের জন্য নানা চক্রান্তের অপচেষ্টায় লিপ্ত হয়েছে। একাধিক বার গালি-গালাজ করে পরিবেশ নষ্ট করার চেষ্টা করেছে।

তবে সবার ভালবাসা আর সহযোগিতায় আমরা হয়েছি আত্মপ্রত্যয়ি ,, আমাদের বন্ধন হয়েছে অটুট। আজকের এই শুভ দিনে আমি সবাইকে আহবান করব প্লিজ ভালবাসার চোখে দেখুন ,, দেখবেন সিলেটের আনন্দের সবাই হাতটি বাড়িয়ে দিয়েছে আপনার বন্ধু হবার ব্যাকুলতায়। জানি সেই দিনটি খুব দুরে নয়,, যেদিন সিলেটের প্রতিটি পরিবার ইন্টারনেটের মাধ্যমে যুক্ত হবে আমাদের সাথে। সবার গানে ফানে আর আডায় মুখরিত হবে সিলেটি আনন্দ। এ পর্যায়ে আপনাদের মহাগ্রস্থ আল কোরআন থেকে তেলাওয়াত করবেন আমাদের প্রাণ প্রিয় ভাই - রোজাউল কাইয়ুম মাহিম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।