আমাদের কথা খুঁজে নিন

   

স্বর্গ হাসে দুঃখীর চারীধারে

যারা অন্যের সাথে প্রতারণা করে তারা প্রথমে নীজের সাথে প্রতারণা করে,কিন্তু নির্বোধ বলে তারা তা বুঝে না।আর প্রতরণার মধ্য দিয়ে প্রতারক মানুষরুপী শয়তান ও প্রেতে পরিনত হয়।কিন্তু অজ্ঞনতার ধরুন বিবেক তাদের ধ্বংশন করে না।ফলস্বরুপ,তারা পাপাচারে সুখ ভোগ করে। কত যে দুঃখের সময় আসিয়াছে মোর তরী ডুবাতে আজও পারেনি দুঃখ আমায় জয় করিতে আমিই করিয়াছি দুঃখ সব জয় দুঃখের কষাঘাতে ভেঙ্গেছে মোর হৃদয় প্রাণ মোর পোহায়াছে শতবার নরক তবু দঃখ পারেনি আমায় জয় করিতে আমিই করিয়াছি দুঃখ সব জয় যখন নরক আসিয়া বেষ্টন করিত মোর প্রাণ তব ভাবিতাম শতবার বিষপানে চলে যাই ওপাড় এখন ভাবি কত মন্দ চিন্তায় না করতাম তখন আমি এখন চাহে না মোর মন,প্রাণ এই স্বর্গ ছাড়িয়া মরি এখন বুঝি দুঃখ আসলে নহে তাহা দুঃখ তাহা যে বয়েআনে জীবনের মুক্তি,স্বর্গীয় বার্তা দুঃখ যে পায় সেই স্বর্গ দেখে দুচোখ ভরে স্বর্গ হাসে দুঃখীর চারীধারে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.