আমাদের কথা খুঁজে নিন

   

বুঝবি সখা, সূ্র্য্য আড়াল রাখি আমি।

অচেনা মানুষ এ আঁধার মাঝে আলো খুঁজে পারিসনি'রে নিতে বুঝে, আজকে যদি ছাড়িস আমায় পড়বে মনে, আসবে যখন আঁধার সময়। হয়তো ভোরে ফুটবে রবি সাজবে নতুন এ পৃথিবী, হারিয়ে যাবে নতুন বেলায় আবেগ মাখা চপল সময়। কোন দিনই বুঝলিনারে! কেন বারেবারে তোর কাছে অবুঝের মত ছুটে যেতাম--- হয়ত কোন দিনই বুঝবি না। জ্বল জ্বল জ্বল তারা জ্বলে অন্তরের এই ক্ষুদ্র কোনে, আমার মনের দুঃখের কালো ঘোঁচাবে ঐ তারার আলো। এই আমাকে'ই ভেবে ভেবে রাত পোহাবে জেগে জেগে , শুনবে না কেউ বুকের কথা তোর যতন রাখা অবুঝ ব্যথা।

ঐ মেঘলা গগন যখন তখন দেখবি দুঃখে ভাসছে ভূবন, এই আমাকে পড়বে মনে শ্বয়নে স্বপনে করুন বিহনে। আমি জানি একটা দিন আসবে-- আমাকে প্রাণপনে পেতে চাইবি। খুঁজে পাবি কি আমায়। আমি জানি এখন তুই আমাকেই খুঁজছিস। এই আমার হৃদয় বিশ্ব জানে হইবে মনে ক্ষণে ক্ষণে, চাইবি তখন পাইবি কি হায় আগের মত নরম হৃদয়।

তোর সোনার হরিণ মরিচিকা ভাববি আমায়, বলবি কথা একা একা, দুঃখ জয়ের স্বপ্ন তোরে দেবে না কেউ তোর অন্তপুরে। আমি'তো এই আমার মতো; যত যত চেয়েছিস রে পেয়েছিস তত, টানবি কাছে সময় শেষে গড়বি তোরে আমার বেশে। ঐ চাঁদের দিকে চেয়ে একা পুড়বে শুন্য হৃদয় শাখা, হয়ত আমায় পড়বে মনে খুঁজিস তখন স্মৃতি মাঝে- কাঁদিস'নারে। আমর সবুজ মনটা হয়ত জীর্ন, হয়ত জড়, হয়ত আধা মর মর--- আসিস তবুও অপেক্ষায় থাকব তোর জন্যে আমৃত্যু। আমার ভূবন শুন্য তখন রুপ ধরেছি যেমন তেমন, পাইবি আমায় রিক্ত ভিড়ে দূর্গম পথ- সুন্দর মাঝে, কাশবনের ঐ ছোট্ট নীড়ে।

দেখবি আমায় করুন চোখে চাইবি আঁকড়ে ধরতে বুকে, বুক ভেঙ্গে তোর আসবে ঢল চুপসে যাবে হু হু ডাকা বুকের বল। মায়া মাখা ঐ মুখ'খানি তোর দেখব আমি আধা মর্‌ মর্‌, নয়না পলক টিরমিরমির গড়বে জল, নয়না ঢল ঝিরঝিরঝির। মুখখানি আমার দেখবি মলিন বলতে চাইব মলিন মুখে, সন্ধ্যা বেলার সেইগুলি দিন, বাঁচতে চাইব আঁকড়ে ধরে তোর শুন্য হৃদয় ভরাট করে। হঠাৎ যেন অকাল হাওয়া মুছে নিয়ে যাবে আমায় সখা, কাঁদবি একা মুখটি চেপে তোর শুন্য হৃদয় রইবে পড়ে। আমার তখন উদাস বেলা দুরের পথে ভাসাই ভেলা, হয়ত তখন বুঝবি সাথি সূর্য্য আড়াল রাখি আমি।

রংপুর ২২/১০/২০০৩ ইং ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।