আমাদের কথা খুঁজে নিন

   

আরেকবার ন্যাড়া মাথায় বেল পড়লো (কর্মব্যস্ততাকে বাদ দিয়ে ন্যাড়া মাথায় বারবার বেল তলায় যাওয়ার মানে কি???আরে(কর্মব্যস্ততাকে বাদ দিয়ে ন্যাড়া মাথায় বারবার বেল তলায় যাওয়ার মানে কি???)

কিইবা আর করার আছে। সরাসরি প্রাইমারি মার্কেট বাদ দিয়ে সেকেন্ডারি বাজারে পটকা বিনিয়োগ করে রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্ন যারা দেখছেন তারাই আজ অনেক বড় ফকিরে পরিণত হতে যাচ্ছেন। আরও বিপর্যস্ত তারা যারা আরও কম সময়ে বড়লোক হতে মার্জিনে ও বিনিয়োগ করেছেন\ অনেকেই দুইকুলই হারিয়েছেন। অথচ যারা প্রাইমারী মার্কেট দিয়ে শেয়ার বাজারে প্রবেশ করেছেন লোভ লালসার বশবর্তী না হয়ে বিনিয়োগকে জুয়ায় পরিণত করেননি তারা এখনো শতভাগ সেফ জোনে আছেন। সমস্যা সরকারের নয় আমাদের, কারণ আমরাই শেয়ার বাজার কি তা বুঝি না!!! শুধুশুধু নিজের ভূলের ভার অর্থমন্ত্রীকে দিলে আসলে কি হবে? আমি নিজেও বিনিয়োগকারী।

আমার মতে অর্থমন্ত্রী কোন ভূল বা অসত্য কোন বক্তব্য দেন না বা শেয়ার বাজার বুঝেন না তা নয়, সমস্যা আমাদের আমরাই শেয়ার বাজার কি তা বুঝি না। আসলে এ ধ্বস পুনরায় শিক্ষা দিচ্ছে অতি লোভে তাঁতী নষ্ট। ১৯৯৬ সালের একই ভয়াভয় আর্থিক বিপর্যয় আবারও নতুন করে দেখা দিল। একইভাবে প্রতারিত হচ্ছে সাধারণ লোভী মানুষ। কর্মব্যস্ততাকে বাদ দিয়ে ন্যাড়া মাথায় বারবার বেলতলায যাওয়ার মানে কি? আগে শেয়ার বাজার কি তা বুঝুন।

কত দিনে বিনিয়োজিত অর্থ দ্বিগুন হবে তা না ভেবে কত বছরে দ্বিগুন হবে সে অনুপাতে বিনিয়োগ করুন। দেখবেন আপনিও মার্কেট নেগেটিভ হলেও সেফ জোনে থাকবেন। না বুঝে বিনিয়োগ করবেন না। পরিবারকে পথের ফকির বানানোর জন্যে না বুঝে শেয়ারে বিনিয়োগ করাই যথেষ্ঠ। নিজে সচেতন হউন ।

অন্যকেও সচেতনতায় উদ্বুদ্ধ করুন। নিরাপদ বিনিয়োগ গড়ে তুলুক মানসিক প্রশান্তি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।