আমাদের কথা খুঁজে নিন

   

ভাইজানেরা বিদেশী খবর বাদ দিয়ে দেশী খবর শুনি......

ঘর আলো করতে নতুন অতিথি আসছেন সালমার সংসার জীবনে[/sb সালমার হঠাৎ করেই বিয়েটা হয়েছিল। ভক্তরা এক দিন পত্রিকার পাতা খুলে তাঁর বিয়ের সংবাদটা পড়ে অবাকই বনে যান। পাঁচ বছর আগে কোজআপ ওয়ান প্রতিযোগীতায় দর্শক যে সালমাকে দেখেছেন, সে ছিল নবম শ্রেণীপড়ুয়া এক বালিকা। তাঁর সহজ-সরল আচরণ, যাদের মনে ধরেছিল, তাদের কাছে সালমা এখনো সেরকই রয়ে গেছেন। তাই হঠাৎ বিয়ের খবরে ছোট্ট মেয়েটির বড় হয়ে যাওয়াই যেন টের পেলেন সবাই।

সেই ধারাবাহিকতায় সালমার সংসার জীবনের আরেকটি অধ্যায়ের স�চানা ঘটতে যাচ্ছে। খবরটা নিশ্চিত করলেন সালমা নিজেই। ঘর আলো করতে নতুন অতিথি আসছেন। এক সংবাদেই আনন্দের জোয়ার বইছে সালমার সংসারে। আর স্বামী শিবলী সাদিকের আনন্দ যেন বছর তিনেক আগে উপজেলা চেয়ারম্যান হওয়ার খুশিকেও ছাড়িয়ে গেছে।

সালমার দিকেই এখন তাঁর সার্বণিক নজর। সালমা নিজে অনুভ�তি প্রকাশ করলেন আরো জোরালোভাবে এক মাস আগে ডাক্তারের কাছে সংবাদটি পাওয়ার পর থেকে স্বপ্নের মতো লাগছে। আসলে একজন মেয়ে মা হওয়ার অনুভ�তিটা কোনোভাবেই ভাষায় প্রকাশ করতে পারে না। যাই করছি না কেন, সব সময় মনে হচ্ছে, আরেক জন সঙ্গে আছে। ঢাকার ধানমণ্ডিতে স্বামীর বাসায় রয়েছেন সালমা।

সঙ্গে আছেন তাঁর মা। গত কয়েক মাস ধরে সালমা শুধু পানি আর জুস খেয়ে দিন পার করছেন। আর বাচ্চাদের মতো করে সামান্য ভাত গিলছেন মাঝেমধ্যে। দিনাজপুর থেকে এবার তিনি গান নিয়ে কিছু কাজ করার জন্যই ঢাকায় এসেছিলেন। কিন্তু ডাক্তার বলেছেন, বাইরে বেরোনো স���র্ণ নিষেধ।

পুরোপুরি বিশ্রামেই থাকতে হবে আরো বেশ কিছু দিন। প্রতিবছর সালমার একটি করে অ্যালবাম বের হয়-এবার কি তার ব্যতিক্রম হবে? তিনি জানালেন না। এবারও বের করার ইচ্ছা আছে। রোজার ঈদে না হলেও কোরবানির ঈদেই ষষ্ঠ একক অ্যালবামটি বের করার চেষ্টা করব। � সালমা তাঁর এবং অনাগত সন্তানের জন্য ভক্তদের কাছে দোয়া চেয়েছেন।

বললেন, �যদি এবার বের করা না হয়, তবে সন্তান জন্মের পর দারুণ একটি অ্যালবাম উপহার দেব শ্রোতাদের। এ বছরের জানুয়ারিতে সালমা-শিবলীর বিয়ে হলেও আনুষ্ঠানিকতা স��ন্ন হয়নি এখনো। এ মাসের মাঝামাঝিই আনুষ্ঠানিকতার তারিখ নির্ধারিত থাকলেও এ সংবাদের কারণে আবারও পিছিয়ে নেওয়া হয়েছে সেটা। এমনকি এর কারণে বিয়ে-পরবর্তী মধুচন্দ্রিমায়ও যাওয়া হয়নি তাঁদের। নিজের স্বামী প্রসঙ্গে সালমা বলেন, �আমি অনেক সুখী।

যেমন স্বামী চেয়েছিলাম, ঠিক তেমনটাই পেয়েছি। সে অনেক ভালো একজন মানুষ। লাখো-কোটিতে এমন মানুষ মেলে না। � হঠাৎ বিয়ের কারণে পড়ালেখায় বাধা পড়েছিল সালমার। তবে সাময়িক বিরতি দিয়ে আবার পড়াশোনায় ফিরছেন উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের এই ছাত্রী।

এখনো নিয়মিত চালিয়ে যাচ্ছেন গানের চর্চা। তবে আপাতত সব রকম অনুষ্ঠান থেকে কিছু দিন বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। Click This Link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.