আমাদের কথা খুঁজে নিন

   

মুসলিম ভাইজানেরা একটু মিলাইয়া দেখেন

কি জানি_______ ভাইজান মিলাইয়া দেখেন, ১। হুজুর (সঃ) সাহাবায়ে কেরাম (রাঃ)দের সাথেনিয়ে মসজিদের সামনে আলোচনায়ে মগ্ন ছিলেন এমতাবস্থায়ে একলোক মসজিদে ঢুকে পেশাব করতে লাগলেন তা দেখে সাহাবায়ে কেরামগন রাগে ফেটেপরলেন এবং তাকে মারতে উদ্দতহলেন অতঃপর হুজর (সাঃ) তাদের কে বললেন দাঁরাও অনার পেশাব শেষ করতেদাও ।তারপর তাকে ইসলামের দাওয়াত দিলেন । ২। হজরত ওমর (রঃ) হুজুর (সঃ) কে হত্তার উদ্ধেশ্যে হাতে খোলা তরবারি নিয়ে আসলেন অতপর হুজুর (সঃ) অই অবস্থায়ে তাকে দাওয়াত দিলেন । এই জামানার একটা উধারন ৩। মাওলানা তারিক জামিলকে তার হোস্টেলে এক দ্বীনের দায়ী দাওয়াত নিয়ে গেছেন তাকে মালানা তারিক জামিল ঘারে ধাক্কা দিয়ে বেরকরে দিয়েছেন কিন্তু দ্বীনের দায়ী হাল ছারেন্নি অনি আবার গেসেন দাওয়াত নিয়ে ভাই , প্রথম ব্যক্তিকে যদি হুজুর (সঃ) হত্যাকরার নিদেশ দিতেন ওইলোকটা চিরতরে জাহান্নামি হয়েযেত ওমর (রাঃ) কে যদি আল্লাহর নবি(সঃ) আল্লাহর হুকুমে শেষ করেদিতে পারতেন আর অই দ্বীনের দায়ী তাকে ধাক্কাদিয়ে ফেলে দেওয়ার প্রতিশোধ নিতে দলবল নিয়ে তার উপর হামলা করতে পারতেন । ভাই ইসলাম আমাদেরকে কি শিক্ষা দিয়েছে আর আমরা এখন কি করছি , আমরা যাদেরকে দোষ দিচ্ছি তাদেরকাছে কয়েবার দাওয়াতনিয়ে গিয়েছি ?

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.