আমাদের কথা খুঁজে নিন

   

সেই পাখিটি

ধোকা চাল চেলে ছুঁটে গেছে একটি পাখি, সেই পাখিটি; আমার নিরীহ ডানায় ভর দিয়ে উড়ে বেড়াত যে পাখিটি ভালোবাসার গান গেয়ে গেয়ে। উড়ে গেল পাখি কোন কাননে? সেই পাখিটি, কোন ফুলের গন্ধে? পাখনা মেলে উড়ে গেল পাখি বুকের বাঁধন ছিঁড়ে, সেই পাখিটি; যে পাখিটি আন্দোলিত করেছে আমার এই সহজ হৃদয়। কতো পাখি উড়ে বেড়ায় দেখি আমার চোখের নির্জনে তো সেই পাখিটি, সেই একটি পাখি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।