আমাদের কথা খুঁজে নিন

   

সামুতে আমার লেখা ৭ম কবিতাটি প্রকাশ করলাম। দুঃখ একটাই যাকে নিয়ে কবিতাটি লেখা তাকেই আজো দেখাতে পারলাম না !!!!

দেশকে ভালবাসি মায়া দুপুর বেলার দুষ্ট হাওয়া বলেছিলো আমায় কানে কানে কে যেন আজ আসবে পথে মায়া তার দুই ন্য়নে। আমি রইলাম পথ চেয়ে সে যে আসে ধীর পায়ে পথ বুঝি আজ হবেনা শেষ বেলা বুঝি যায় চলে? এলো সে যে অবশেষে হাওয়াই গাড়ির ছন্দে ভেসে আমি কোথায় যাই হারিয়ে কাজল ধোয়া তার দু চোঁখে। মুখখানি তার দেখার পড়ে আমি নেই আর আমার মাঝে কি মায়ায় জরালো সে যে ভুলতে তাকে পারি না যে !!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।