আমাদের কথা খুঁজে নিন

   

জানা-অজানা : তুর্কি মোরগ

প্রাণখোলা হাসির শব্দ শুনতে ভালোবাসি তবে সে হাসি হতে হবে স্বর্তস্ফূর্ত এবং মুখ খুলে। মুখ টিপে হাসার চেয়ে অট্টহাসিই আমাদের সত্যিকার প্রভাবিত করে এবং হাসির সংক্রমণ ঘটায়। ছোট্ট বন্ধুরা, তোমরা বিভিন্ন ধরনের মোরগের নাম শুনেছ। তুর্কি মোরগের নাম শুনেছ কি? টার্কি থেকে বাংলায় হয়েছে তুর্কি মোরগ। টার্কি উত্তর আমেরিকার বড় ধরনের পাখি।

বাংলায় অনেকে একে ‘তুর্কি মোরগ’ বলে। তুর্কি মোরগের গোশত সুস্বাদু। আমেরিকানরা বিশেষ উপলক্ষে যেমন- ধন্যবাদ প্রদান (থ্যাঙ্কস গিভিং) ও খ্রিষ্টমাসের দিন টার্কির গোশত খেতে পছন্দ করে। মার্কিন নেতা বেঞ্জামিন ফ্রাঙ্কলিন এই পাখিকে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় পাখি করতে চেয়েছিলেন, বল্ড ঈগলকে নয়। পরে কিন' বল্ড ঈগল ওই দেশের জাতীয় পাখি হয়।

বিভিন্ন প্রজাতির ও রঙের তুর্কি মোরগ রয়েছে। বন্য টার্কি পাওয়া যায় বনে। ঝোপে এরা বাসা তৈরি করে ও ডিম পাড়ে। এরা একসাথে ১৮টির বেশি ডিমে তা দেয়। এক মাস পরে ডিম ফুটে বাচ্চা বের হয়।

ইউরেশিয়ার দেশ তুরস্ককেও ইংরেজিভাষীরা টার্কি বলে। বানান কিন' একই- টার্কি (Turkey)। Source: DailyNayadiganta ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।