আমাদের কথা খুঁজে নিন

   

নারুতো আলটিমেট নিনজা স্টোর্ম

আমি একজন শিল্পী, গেমার এবং প্রোগ্রামার অনেকদিন পর। অনেক ব্যাস্ত থাকতে হয় তো। তার উপর অনার্সটাও শেষ হয়ে গেল। ঝামেলাই ঝামেলা। যাই হোক।

আমি আমার পিএস৩ অনেক কথা চিন্তা করে আর মড করিনি। এবং অরিজিনাল গেমগুলো PSN এ খেলার মজা অনেক। আমার পিএস৩ তে প্রথম শেষ করা গেম হল নারুতো আলটিমেট নিনজা স্টোর্ম। গেমটা তেমন জনপ্রিয় না অন্যান্য বিখ্যাত গেমের তুলনায়। তবে আমার পিএস৩ কেনার মূল লক্ষ্যই ছিল এই গেমটা আর এর পরের ভার্সনটা।

কার্টুন সিরিজটা পছন্দ তাই হয়ত। তবে গেমদু'টোও একেবারে খারাপ না। প্রথমেই বলতে হয় গেমটার গ্রাফিক্স নরমাল টুন সেডার না। অসাধারন। কেননা একটু খেয়াল করলেই দেখবেন যে গাছগুলো এত পারফেক্ট করা যায়না নরমাল টুন সেডারে।

সম্ভবত তারা পেইন্টেড টেকচার ব্যবহার করেছে। ক্যারেক্টারগুলোও চমৎকার ভাবে কার্টুনকে নকল করা হয়েছে। সব কিছুই গ্রাফিক্সের দিক দিয়ে পারফেক্ট ভাবে তৈরী করা হয়েছে। কাটসিনে যখন আকাশ গাছ এগুলো দেখানো হয় তখন মুগ্ধ না হয়ে পারা যায়না। কমব্যাট সিস্টেম খুবই ভাল।

বেশ ভালভাবেই ক্যারেক্টারের স্পেশাল কম্বোগুলো পারফর্ম করা যায়। গেমে নরমাল মুভমেন্ট, একশন ছাড়াও বিভিন্ন বস্তু ব্যবহার করাও যায় মারামারির মধ্যে। বিভিন্ন আইটেম ব্যবহারের বিভিন্ন ফলাফল। আইটেম কমব্যাটের মধ্যেই ব্যবহার করা যায় নিমেষেই। অন্যান্য কার্টুনের গেমে সাধারনত এমন সুন্দর কমব্যাট সিস্টেম দেখা যায়না।

স্টোরি কার্টুনের থেকে নেয়া। তবে স্টোরি অনেক সর্ট করা। কিছু কিছু ক্যারেক্টার গেমে নাই যেগুলো দেয়া দরকার ছিল যেমন জাবুজা এবং হাকু। আমার মত অনেকেই এই দুই ক্যারেক্টার নিয়ে খেলার আশা করেছিল। কিছু কিছু জায়গায় স্টোরির মধ্যে সাইড স্টোরি ব্যবহার করা হয়েছে।

তবে বেশি সাইড স্টোরির চেয়ে মেইন স্টোরি আরেকটু ডিটেইলস থাকলে ভাল হত। গেমপ্লে কিছু কিছু খেত্রে বোরিং। কিছু কিছু রিপিটেটিভ কাজ আছে যা অনেক বিরক্তিকর। তবে গেমে সিনেমাটিক ফাইটগুলি সত্যিই অসাধারন। আর গেমটার ট্রেইলারে ঐগুলিই বার বার দেখায়।

আরও বেশি সিনেমাটিক একশন দরকার ছিল। লাস্ট ব্যাটেলটা ফাটাফাটি হলেও কোন সিনেমাটিক নাই। তবে সব মিলিয়ে গেমপ্লে ভালই। গেমটার যা আমার ভাল লেগেছে তা হল সিনেমাটিক ফাইটগুলো। নারুতোর ভিলেজ যেখানে প্লেয়ারকে থার্ড পারসন মোডে এক্সপ্লোর করতে দেয়া হয় মেইন মিশনে যাবার ফুয়েল সংগ্রহ করতে।

কাহিনীর সাথে সাথে ভিলেজের পরিবর্তন হয়। যেমন চুনিন এক্সামের সময় গাড়া ভিলেজের এক জায়গায় তেমারি আর কানকুরোকে নিয়ে দাড়িয়ে থাকে। নতুন বন্ধু হওয়ার সাথে সাথে সে গ্রামে অবস্থান করতে থাকে। ভিলেজ এক্সপ্লোর করার সময় একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজতে থাকে। এক কথায় অসাধারন।

গেমে ৩টা ফাটাফাটি ফাইট আছে। ১ গামাবানটা vs নারুতো, ২ গাড়া vs নারুতো এবং ৩ সুনাদে + জিরাইয়া vs ওরোচিমারু। গেমে প্রত্যেকটা প্লেয়ারের কমব্যাট সিস্টেম অসাধারন। টিমওয়ার্ক মেইনটেইনও চমৎকার। নারুতো ফ্যানদের জন্য এক অসাধারন গেম।

যদিও গেমটা আনচার্টেড এর সাথে তুলনা করলে আহামরি কিছুই না তবুও আমার বেশ পছন্দ। Click This Link  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.