আমাদের কথা খুঁজে নিন

   

এক মুঠো ভালবাসা..

জ্যোৎস্নাবিলাস!!! এক মুঠো ভালবাসা! সেই ছিল আমার শ্রেষ্ঠ পাওয়া ,অথবা শেষ কোন অবলম্বন আমি জীবন দিয়ে তা আগলে ধরে রেখেছিলাম অনন্তকালের জন্য!! কিন্তু তবুও তা হারিয়ে গেল! ইটে চাপা পরা ঘাস যেমন হারিয়ে ফেলে নিজের রং! ঠিক সেভাবেই হারিয়ে গেল! ফ্যাকাসে হওয়া হলদেটে রং যেমন বলে দেয় ইটের সমস্ত নিষ্ঠুরতা ঠিক তেমনি আমার ঘোলাটে চোখে তোমার সমস্ত নিষ্ঠুরতা ঠাই পায়, আমি তাকিয়ে থাকি, দূর দূরান্তে,হয়তো কোন এক অপার সীমান্তে তুমি আসবে বলে, এক মুঠো ভালবাসা নিয়ে... সেই ‘তুমি’র অপেক্ষায় !! হৃদস্পন্দন বাড়তে থাকে, ঢিপঢিপ শব্দে ঘুম ভেঙ্গে যায় অসহায় হয়ে পাশ ফিরি ... কিন্তু তুমি নেই!!! নাহ, ভুতের ভয় আর আমাকে তাড়া করেনা উড়ন্ত তেলাপোকা গুলোও না!! আমি আজ এর থেকে অনেক বেশি ভীত তোমাকে ফিরে না পাবার ভয়ে!! গাঁয়ের কৃষক যেমন ভীত হয় তপ্ত রোদে ফেটে চৌচির হওয়া এক ফালি জমি দেখে!! রাত বড় হয়, ক্লান্ত মন নিয়ে জানালায় চোখ রাখি আকাশতা বড় অস্বচ্ছ মনে হয়, চাঁদটাকে বড় কুৎসিত লাগে আমি অপেক্ষায় থাকি একটা ভাঙ্গা তারার যাকে ছুটতে দেখে আমি তোমাকে চাইতে পারি !! কুসংস্কার গুলো মনে ডানা মেলে যা কখনো হাস্যকর মনে হত আজ তাই করতে খুব ইচ্ছে আমার তোমাকে পাবার লোভে, লোভাতুর চোখে তাকিয়ে থাকি ভেঙ্গে পরা তারাটাকে আজ ছোব বলে! একটা শিকারি বাঘ যেমন তাকিয়ে থাকে লোভাতুর হয়ে সদ্য জন্ম নেয়া হরিণের দিকে! শোন, ভালবাসা ছুয়েছো কখনো??? মুঠো করে হাতে ধরেছ?? ভালবাসা কিভাবে ছুঁতে হয় জানো?? মুঠো করে ধরতে জানো?? কিচ্ছু জাননা তুমি! কিচ্ছুই জাননা!! তুমি যখন ঘুমিয়ে ছিলে, তোমার প্রতিটা নিঃশ্বাস ছিল আমার ভালবাসা আমি ছুয়ে দেখেছি, যত্ন করে ধরে রেখেছি আমার মুঠোতে!! সেই মুঠো বেয়ে ভালবাসা গড়িয়ে পড়ছে! আমার যত্ন করে আগলে রাখা ভালবাসা হাত গলে পড়ছে!! আমি যত মুঠো শক্ত করছি, তত বেশি গলে পড়ছে!! আমি চিৎকার করছি, হাহাকার করছি... তুমি শুনছোনা , তুমি শুনছোনা, তুমি কিচ্ছু শুনছোনা তুমি ঘুমিয়েই আছো!!! এক মুঠো ভালবাসা বয়ে গেল আমি শূন্য চোখে চেয়ে থাকলাম শুধু!! অন্য কেউ তোমার নিঃশ্বাসে মুঠো ভর্তি করছে ! হাত মুঠো করে নতুন ভালবাসা ধরার শক্তি নেই আজ আর আমার দীর্ঘশ্বাস আছে শুধু!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।