আমাদের কথা খুঁজে নিন

   

হায় শাহবাগ! আজ তোমার বুকে ঠাঁই নেয়া আন্দোলনকারীদের জন্য পুলিশের লাঠিচার্জ, টিয়ার শেল, পিপার স্প্রে ...............

জগ ওহ শাহবাগ! একদা তোমার কোলে আন্দোলনকারীদের জন্য বিরিয়ানি, র‌্যাব-পুলিশের প্রোটেকশন, ওয়াশার পানি আর ভ্রাম্যমান টয়লেটে সাজানো সুন্দর আপ্যায়নের ব্যবস্থা মজুদ ছিল। তুমি তাদের আপ্যায়নে মোটেও কৃপণতা করোনি সেদিন। হায় শাহবাগ! আজ তোমার বুকে ঠাঁই নেয়া আন্দোলনকারীদের জন্য পুলিশের লাঠিচার্জ, টিয়ার শেল, পিপার স্প্রে এবং ছাত্রলীগের পেদানি দিয়ে আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে! কিন্তু তুমি তোমার কাছে আশ্রয় নেয়া ছেলেমেয়েদের উপর পরিচালিত নির্মমতা বন্ধ করতে পারলে না। আহ শাহবাগ! খুব নিকট ভবিষ্যতে তোমার খুব কাছে হাইকোর্টের কোন এক ভবনে জনগণের সম্পদ লুট, খুন, গুম ও গণহত্যাকারীদের জন্য একটি বিশেষ ট্রাইবুনালের মাধ্যমে আপ্যায়নের ব্যবস্থা করা হবে। তুমি তৈরি থেকো শাহবাগ। তুমি তো কোনদিন জনগণের কণ্ঠস্বরকে ধারণ করতে পারোনি। সেদিন যেন অন্তত জনগণের পাশে এসে দাঁড়াতে পারো, সেজন্য এখন থেকেই তৈরি হও তুমি। বেষ্ট অব লাক শাহবাগ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।