আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল সেরা ৫ সানগ্লাস

যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে. সানগ্লাস এর রয়েছে অনেক রকম ব্র্যান্ড। কারণে অকারণে অনেকেই আছেন সানগ্লাস কিনে থাকেন। ফ্যাশন সচেতন তরুণ / তরুণীদের কাছে সানগ্লাসের চাহিদা অনেক বেশি। প্রখর রোদের তাপ থেকে বাচতেও সানগ্লাস ব্যবহার করা হয়। এইবার আসুন জেনে নেই বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল সেরা ৫ সানগ্লাস এর কথা।

১। ডলস এন্ড গাবান্না ডি জি ২০২৭ বি দাম মাত্র ৩, ৮৩, ৬০৯ ডলার ব্রাউন সেইপের ফ্রেমটী গোল্ডের তৈরি। ব্র্যান্ড লোগো ডায়ামন্ড এর যা লেখা আছে এর গ্লাস এর সাইডে। ২। লাক্সারিয়েটর স্টাইল ২৩ দাম মাত্র ৬৫, ০০০ ডলার এতে বাফেলো আইভোরি টেম্পেলস এবং ১৩২ ডায়ামন্ড সেট করা আছে ১৮ ক্যারেটের গোল্ড ফ্রেমের মধ্যে।

ডায়ামন্ড এর ওয়েট ২ ক্যারেট করে যা ডান পাশের গ্লাস এ সেট করা। ৩। মস লিপো দাম মাত্র ৩, ৮০০ ডলার ৪। ক্রম হার্টস কুফান্না দাম মাত্র ১, ৩৫০ ডলার এর রিম তৈরি করা হয়েছে টিটেনিয়াম দিয়ে সাথে স্টারলিং সিলভার এবং টেম্পল তৈরি করা হয়েছে এক্সোটিক wood থেকে। ৫।

লুইস ভুটন ইভাসিয়ন দাম মাত্র ১, ২০০ ডলার টিটেনিয়ামের ফ্রেম দিতে এই সানগ্লাস বানানো হয়েছে। বিঃদ্রঃ গুগল থেকে ধার নেয়া। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.