আমাদের কথা খুঁজে নিন

   

আমি শাহাবাগী আবার আমিই জামাত শিবির !

.. আমার বিবেক আমার আবেগ আমার চেতনায় আমি লালন করি একটা বৈষম্যবিহীন দেশ যার সপ্নে বিভোর হয়ে আমার বাবা চাচারা যুদ্ধে গিয়েছিলেন । বাচ্চু রাজাকার আমার ফুফাকে হত্যার জন্য পাগলের মত ধায়াইয়া নিয়ে বেরিয়েছেন , যে গল্প শুনলে এখন ও আমার রক্তে কাঁপন ধরে । আমার চেতনায় আমি লালন করি বাঙলা মাকে , আমার পথপ্রদর্শক আমার দেশের শ্রেষ্ঠ সন্তানেরা যারা দেশ কে ভালবেসে জান দিতে হিসেব করেনি । কিন্তু এখন আমি যখন দেশের ক্রান্তি লগ্নে আমার আদর্শগত কারনে জামাতকে সমর্থন না দিয়ে শাহবাগএ যোগদান করি , আমার বাবা মা বোন ভাই সবাইকে শাহবাগের জনস্রোতে শামিল করি তখন ওরা আমাকে শাহবাগী বলে গালি দেয় , আমাকে নির্দ্বিধায় বলে বসে নাস্তিক । ওদের গালিতে জর্জরিত আমি হতাশ হয়ে বাবার কাছে গিয়ে কেদে ফেলি , বাবা অবাক হয়ে বলে না এ সম্ভব নয় আমার দেশের মানুষ এমন নয় , তিনি আমাকে বার বার বুঝানোর চেষ্টা করেন কোঁথাও কোনও অপশক্তি হয়তো এগুলো ছড়াচ্ছে , দেখিস সব ঠিক হয়ে যাবে ।

গত দুইবছর যাবত পড়ালেখা করে যখন বি সি এস দিলাম মনে অনেক আশা ছিল যে অন্তত ভাইভা পর্যন্ত যাব , কিন্তু সরকারের নুতন কোটা নীতির কারনে ভাল পরীক্ষা দিয়েও জালে আটকা পড়ে গেলাম । আমার যে সব বন্ধুদের কোটা আছে তারা অনেক সহজেই পার হয়ে গেল। তাদের অনেকেই অবাক হয়েছে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে । আমি কোটা পদ্ধতির বিপক্ষে নই , আমিও বলি কোটা থাক , আমরা তাদের ত্যাগের মূল্য দিতে পারবনা কোনোদিন তাই তাদের সন্তানদের কিছুটা সুজক দিলে আমার আপত্তি নাই , বরং আমি খুশি । কিন্তু তাদের সুযোগ দিতে গিয়ে যদি আবার মেধাবীরা বঞ্ছিত হয় তবে তাঁর একটা সহনীয় পর্যায় পর্যন্ত রাখা উচিৎ , কোটা ব্যাবস্থা সংস্কার করে তা ১০-১৫% এ নিয়ে আসার পক্ষে আমি ।

আর এই দাবি নিয়ে যখন আমি আবার শাহবাগে গেলাম পুলিশ লাঠি চার্জ করে আমাদের উঠিয়ে দিল , আমাদের সবুজ ক্যাম্পাসে টিয়ার ছুঁড়ে রাবার বুলেট ছুঁড়ে রণক্ষেত্রে পরিনত করল । একটু পরে এতে যোগ দিল ছাত্র লীগ না পুলিশ কে রুখতে নয় সাধারন স্টুডেন্টকে রুখতে ( কারন টা নাই বা বললাম ) আর এ করতে গিয়ে সাধারন ছাত্র মারা ক্লাস থেকে বের করা কোনও কৌশল বাদ থাকল না , একটু পরে হলে হলে বলে দেওয়া হল এ আন্দোলনের সাথে থাকলে হল এ থাকা যাবে না ( কারন টা এবার ও না বললাম ) কিছুক্ষন পরে ক্যাম্পাসে প্রচার করা হল আমারা যারা এ আন্দোলনের পক্ষে তারা নাকি জামাত শিবির ! আবার অবাক হলাম , চোখ ফেটে কান্না আসছিল কিন্তু লজ্জায় কাঁদতে পারলাম না । আমারা ওদের প্রয়োজনে নাম নেই শাহবাগী আবার ওদের প্রয়োজনে নাম নেই জামাত শিবির । আমাদের নাম দেবার ক্ষমতা আমাদের নাই , কারন সাধারন মানুষের ক্ষমতা থাকেনা । নাম দেবার ক্ষমতা থাকলে আজ্জ ............না থাক আবার একটা নাম যোগ হবে পরে আবার আমার সাথে ।

বাবা তুমি কি এই বৈষম্য দেখার জন্য যুদ্ধে গিয়েছিলে ...........................। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।