আমাদের কথা খুঁজে নিন

   

গেমিং গ্রাফিক্স কার্ড মূলক পরামর্শ চাই

বাধঁ জোড়ার আওয়াজ > With Great Power, Comes Great Responsibility আমার একটি কোয়াড কোর এসার ২.৫০ গিগা হার্জ এর কম্পিউটার আছে যার মনিটর Click This Link এইচ ডি রেডি সাপোটেড ১০৮০ পি আমার আগের এনভিডিয়া ৮২০০ জিফোর্স গ্রাফিক্স Click This Link কার্ডটি কোন কারণ বশত নষ্ট হয়ে যায় । দোকানে নিয়ে যাওয়ার পর নতুন একটা কিনতে বলে । এখন আমার বাজেট ১৫ হাজার এর বেশী না । তবে ১০ হাজার এর মধ্যে হলে খুব ভাল হয় । বাজার এ অনেক রকম আছে ।

কোনটা গেইম খেলার জন্য উপযোগী যা সস্তা হবে ? আমার টার্গেট কম মূল্যে, যা দশ হাজার এর কাছাকাছি হবে । আগের থেকে উন্নত চাচ্ছি, মানে পুরান কার্ড থেকে ক্রয়কৃত কার্ড যেন আপডেটেড হয় । ডাইরেক্ট এক্স ১১ সাপোর্ট চাচ্ছি ৫১২ এম বি এর উপর চাচ্ছি (৫১২ বা ১ গিগা্ এই স্মৃতির কার্ড এর কর্ম ক্ষমতা কি অনেক পাথর্ক্য হবে ?) আমার মনিটরে থ্রিডি সুবিধা নাই তবে কি গ্রাফিক্স কার্ড যদি থ্রি ডি সাপোর্টেড হয় তাহলে কি মনিটরে থ্রিডি অনুভূতি পাওয়া যাবে নাকি ? (যদিও আমার ধারনামতে যাবে না,তবুও জানতে চাচ্ছি) এক্ষেত্রে কি থ্রিডি চশমা কিনে ব্যবহার করে থ্রিডি গেমস খেলা যাবে ? আমার আগের কার্ড পিসি ই বা এক্সপ্রেস ২ স্লট এর , আমি শুনেছি পিসি ই১,২ ,৩ তিন রকমের আছে, এক্ষেত্রে আমি যদি কম মূল্যের পিসি ই ৩ বা ১ পাই তা লাগতে পারব নাকি ? পাওয়ার সরবার কত ওয়াটের হলে ভাল হবে `? ৫০০ বা ৭০০ ওয়াট`` `? )মূল পাওয়ার সংযোগ বুঝাচ্ছি( কারণ শুনেছি যদি নতুন কার্ড সংযুক্ত করি তাহলে কম্পিউটার তুলনায় আরও কারেন্ট টানে, মানে নতুনগুলির ওয়াট বেশী প্রয়োজন পরে ) লিনাক্স সাপোর্টেড হতে হবে, শুনেছি এন ভিডিয়া সাপোটর্ করলেও, এটিআই রেডিয়ন সাপোর্ট সহজে করেনা, আমি ঝামেলায় যেতে চাই না । যে কার্ড এর মতামত দিবেন তা যেন অবশ্যই লিনাক্স সাপোর্ট করে । শব্দ কম হতে হবে ।

................... যে মতামতই দিবেন সাথে লিংক সহ বিবরণ ও দাম চাই । অনলাইনে ক্রয় করছি । ক্রাইসিস থ্রি শান্তি মতে খেলার গ্রাফিক্স কার্ড চাই । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।