আমাদের কথা খুঁজে নিন

   

আসুন জিকির করি , Steve Jobs ,Steve Jobs,Steve Jobs। corporate বেহেস্ত নিশ্চিত তাহলে ।

"জাতের কী রুপ দেখলাম না এই মাঝারে" Steve Jobs(February 24, 1955 – October 5, 2011) , অনেক আলোচিত / সমালোচিত একটি নাম। প্রযুক্তিকে এগিয়ে নিতে যার অবদান ছিল অনস্বীকার্য। দেখুন উইকিপিডিয়া কী বলে , Steven Paul "Steve" Jobs (/ˈdʒɒbz/; February 24, 1955 – October 5, 2011) was an American businessman and visionary widely recognized (along with his Apple business partner Steve Wozniak) as a charismatic pioneer of the personal computer revolution. He was co-founder, chairman, and chief executive officer of Apple Inc. Jobs was co-founder and previously served as chief executive of Pixar Animation Studios; he became a member of the board of directors of the Walt Disney Company in 2006, following the acquisition of Pixar by Disney. তো এই Steve Jobs ছাড়া আমরা যা যা থেকে বঞ্চিত থাকতাম--- 1. iProducts(iPhone etc etc যে গুলা প্রযুক্তিকে এগিয়ে নিয়েছে সত্যি , কিন্তু এ গুলা না থাকলে ও প্রজুক্তির কিছু যায় আসত না । আর iPhone কয়জন ই বা কিনতে পারে ? এসব তো corporate society 'র মানুষ দের জন্য। সাধারন মানুষ দের জন্য অ্যাপল এক স্বপ্নের নাম , যা ধরা ছোঁয়ার বাইরে।

) 2. No over expensive laptops এবার আর একজন অখ্যাত মানুষের নাম বলি । Dennis Ritchie (September 9, 1941 – October 12, 2011) । যারা ইঞ্জিনিয়ারিং পড়েছেন তারা অবশ্যই জানেন ইনি কে । অন্যরা ও জানতে পারেন ইনার নাম , তবে সে রকম লোক খুব একটা বেশি পাওয়া যাবে না। এবার দেখি Dennis Ritchie কে।

উইকিপিডিয়া দেখুন-- Dennis MacAlistair Ritchie (b. September 9, 1941; found dead October 12, 2011),[1][2][3][4] was an American computer scientist who "helped shape the digital era."[1] He created the C programming language and, with long-time colleague Ken Thompson, the UNIX operating system.[1] Ritchie and Thompson received the Turing Award from the ACM in 1983, the Hamming Medal from the IEEE in 1990 and the National Medal of Technology from President Clinton in 1999. Ritchie was the head of Lucent Technologies System Software Research Department when he retired in 2007. He was the 'R' in K&R C and commonly known by his username dmr. তার আবিষ্কৃত C কে বলা হয় , মাদার অফ অল প্রোগ্রামিং ল্যাংগুয়েজ । এই C না থাকলে আজ যে কম্পিউটার আপনার এত প্রিয় তা এত প্রিয় হত না। এই কম্পিউটার চালান কোন অগা মগার কাজ হত না , চালাতে হলে আপনাকে একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার হওয়া লাগত ! তুখোড় কম্পিউটার ইঞ্জিনিয়ার , একবার ভেবে দেখেন ! যে কোন কম্পিউটার ইঞ্জিনিয়ার কে জিজ্ঞেস করুন , বুঝে যাবেন C কী চীজ ! Ritchie না থাকলে হয়ত থাকত না-- ১। Windows ২। Unix ৩।

C ৪। Programs / software ! আর আপনাকে বাইনারি সংখ্যা দিয়ে কম্পিউটার কে নির্দেশ দেয়া লাগত। হয়ত দেখা যেত মাউস click না করে 010111111000001110000 এর মত লম্বা লম্বা বাইনারি সংখ্যা দিয়ে কম্পিউটার চালান লাগত এবং এই কোন কমান্ড এর জন্য কোন সংখ্যা তা মুখস্ত রাখা লাগত! যাই হোক , Steve Jobs এবং Dennis Ritchie একি বছর একি মাসে মারা গেলেন। মাত্র ৭ দিন ব্যাবধানে , অথচ ব্লগ / পেপার - পত্রিকা / ফেস বুক / টিভি চ্যানেল গুলা Steve Jobs ( যাকে আর যাই হোক বিজ্ঞানী বলা যায় না , বরং ব্যাবসায়ী বলাই ভাল) এর মৃত্যুতে শোকে কাতর / পাথর আরও কত কিছু হয়ে গেল। কিন্তু Dennis Ritchie'র মত একজন মহান বিজ্ঞানীর মৃত্যুর খবর টা ও কেউ জানল না ! আর কয় জন মানুষ ই বা Dennis Ritchie'র নাম জানে ? হায়রে দুনিয়া , দুনিয়ার মানুষ , টাকা দিয়ে মানুষ এর বিচার আর কত দিন করবি তোরা ?! Ritchie কোন কিছুর CEO বা multi millioner ছিল না বলে কী তার মেধার কোন মূল্য ও আমরা দিব না ? এ সব ই demo crazy 'র নতুন মোড়কে capitalism এর পুরান মালের আলামত।

ভোগবাদী সমাজ মনে করে টাকা দিয়ে মেধা ও কেনা যায় , আর তারা আপাত সফল ও বটে ! বেতন দিয়ে ইঞ্জিনিয়ার পোষে , আর সেই ইঞ্জিনিয়ার যখন কিছু আবিস্কার করে তখন নাম হয় সেই প্রতিষ্ঠানের CEO বা কর্তা ব্যাক্তি দের । অথচ সেই বেতন ভুক্ত ইঞ্জিনিয়ার এর মেধার কথা কেউ জানে ও না বা জানলে তার মূল্য ও দেয় না। না আমি Steve Jobs এর দুরনাম করার জন্য লিখছি না , এটাই তুলনা করে দেখাতে চাইছি , আমরা কত টা অন্ধ ! একজন বিজ্ঞানীর চেয়ে একজন উদ্যোক্তা / ব্যাবসায়ী কে আমরা মূল্য দিচ্ছি বেশি। এই যদি চলতে থাকে , Dennis Ritchie আর জন্মাবে না । Steve Jobs জন্মাবে অনেক , যারা C কে ভাঙ্গিয়ে খেয়ে আপনাদের কে উপহার দেবে ( বেশ কিছু $ এর বিনিময়ে) iPhone ।

ওই যে বলে না , যে দেশে গুনের কদর নেই সে দেশে গুণী জন্মাতে পারে না। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.