আমাদের কথা খুঁজে নিন

   

থমথমে জলের মতোন বেদনার গভীরে ডুবে যাই

শাফিক আফতাব---------------- রাত্রি গভীর হয়। থমথমে জলের মতোন বেদনার গভীরে ডুবে যাই, চরাচর ঘুমে ঢুলুঢুল করে। অথচ আমার চোখে আসেনা ঘুম ; বাতাসের তারে গুনগুন কে যেন বেজে যায় শাশ্বত সুন্দর সানাই : স্মৃতিগুলো খইয়ের মতোন ফুটে ওঠে, মনে যেন ওদের নবান্নের ধুম। মনে হয় তারাভরা আকাশ, অরণ্যের নির্জনতায় তুমি একদিন মন দিয়েছিলে, সাথে দিয়েছিলো ফুলের ডালার মতোন মসৃন উর্বর দেহ : তোমার আলাকোচ্ছটায় হয়েছিলাম পৃথিবীর সেরা রঙিন ; তোমার স্পর্শে দুর হয়েছিলো, জীবনের কঠিন দুরারোগ্য রোগ; মেহ। দিনের শেষে প্রতিদিন রাত্রি আসে, স্মৃতির জোনাকি নিয়ে তুমি আসো, সারারাত জোনাকি কনের মতোন জ্বলে রাখো হৃদয়ের ঝাউশাখা ; কাছে নেই, তবু তুমি কত যেন ভালোবাসো_ তোমার গভীরে ডুবে গেছে আমার প্রেম আর ভালোবাসার প্রশাখা। রাত্রি গভীর হয়। থমথমে জলের মতোন বেদনা নিয়ে ঘুমোতে যাই ঘুম আর কই আসে ! তোমার আলোতে যে আমার ঘর রোশনাই। ১১.০৭.২০১৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.