আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল সেরা ৫ মোটরবাইক

যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে. বাইক চালাতে অনেকেই ভালবাসেন। ফাঁকা রাস্তায় গতির ঝড় উঠিয়ে অনেকে মজা পেয়ে থাকেন। আর সেই বাইকটি যদি হয় বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল তাহলে তো কথাই নেই। ভাব, গতি সব সমানতালে সুনামী আকারে প্রকাশ পাবে। এইবার আসুন জেনে নেই বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল সেরা ৫ মোটরবাইক।

১। ডজ টমাহক ভি ১০ এরকম ডিজাইনের বাইক আর কেউ বানাতে পারবে কি না জানি না। তবে এই বাইক ইউ এস এ এর রাস্তায় চালানো আইনগত ভাবে নিষেধ। এতে আট দশমিক তিন লিটার ইঞ্জিন (যা ৫০৫ কিউবিক ইঞ্চি), ম্যাক্সিমাম স্পীড ৪০০ এম পি এইচ শুধু মাত্র ১০ টা সিলিন্ডার বহন করে বলেই। ১৫০০ পাউন্ড ওজনের এই বাইকের রয়েছে ৪ টা উইল সাসপেনশন যা দুই দশমিক পাচ সেকেন্ডে ৬০ এম পি এইচ স্পীড উঠাতে পারে।

এই বাইকের দাম মাত্র ৫, ৫৫, ০০০ ডলার । ২। ইকোস টিটেনিয়াম সিরিজ এই বাইকের ডিজাইন করেছে ফ্রেঞ্চ ওয়াচমেকার বি পি এম। টিটেনিয়ামের বডি আর এর সাথে আছে কার্বন কোটেড ফাইবারের বডি এবং উইল। ২১৫০ সি সি এর মোটর বাইক।

দাম মাত্র ২, ৭৫, ০০০ ডলার। ৩। মাক্কাহিয়া নিরা এই বাইকের ইঞ্জিন অনেকটা ডুকাটি ৯৯৮ আর এস এর কাছাকাছি। ইতালিতে প্রস্তুত করা হয়েছে এই বাইক। এই বাইককে বলা হয়ে থাকে দ্যা আল্টিমেট ট্র্যাক বাইক।

এর লাইটওয়েট সম্ভব হয়েছে টিটেনিয়াম এবং আলুমিনিয়াম এর কারণে। দাম মাত্র ২, ০১, ০০০ ডলার। ৪। আইকন সিন এই বাইকটি তৈরি করেছেন আনড্রেউ মরিস। তার উদ্দেশ্য ছিল ব্রিটিশ লিজ়েন্ড গ্রান্ড পিক্স উইনার ব্যারি সিনকে সম্মান দেখানো।

দাম মাত্র ১, ৬০, ০০০ ডলার। ৫। এম টি টি টারবাইন সুপার বাইক এই বাইক পরিচিত Y2K টারবাইন নামেও। গিনেস বুকেও এই বাইকের নাম উঠেছে মোস্ট পাওয়ারফুল মোটরসাইকেল হিসেবে। ৩০০ এইচ পি ক্ষমতা সম্পন্ন এবং রোলস রয়েস এর ইঞ্জিন দিয়ে তৈরি করা হয়েছে এই বাইক।

হলিউডে এই বাইক বেশ জনপ্রিয়। এতে আছে কার্বন ফাইবার ফেয়ারিংস, একটি ক্যামেরা ইউথ এল সি ডি কালার ডিসপ্লে, সামনে পিছনে দেখার জন্য আছে রাডার ডিটেক্টর সাথে লেজার রশ্মি ইত্যাদি। এর দাম মাত্র ১, ৫০, ০০০ ডলার। বিঃদ্রঃ গুগল তোমাকে ধন্য + যোগ ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.