আমাদের কথা খুঁজে নিন

   

লিরিক পোষ্টঃ দুটি সফট রক প্রচেষ্টা, অত:পর আমার ধাত্রীত্বে জন্ম দুটি জমজ শিশু গানের

যখন থামবে কোলাহল উৎসর্গঃ প্রিয় ব্লগার কবি ও কাব্য কে যে আমার নীরব কথকতায় সুর দিতে চেয়েছিল। স্মৃতির ভূমি রাত জলজ্যোৎস্নায় ধীরে ডুবে যায় আঁধার সময় স্মৃতির কোলাহলে জেগে ওঠে ক্লান্ত হৃদয় হারালাম তোমায় জীবনের তাড়নায় বিষাদী এই মন কষ্টে ডুবে যায় তোমারই ভাবনায়… যদি থাকতো পাশে নীলাকাশের স্বপ্ন নিয়ে নদী সাগর পথের বিরহী গাঙচিল ফিরতো তীরে হারালাম তোমায় জীবনের তাড়নায় বিষাদী এই মন কষ্টে ডুবে যায় তোমারই ভাবনায়… সে আসে ফিরে ধীরে বাতাসে স্বপ্ন হয়ে ঘুম ভেঙে গেলে চোখে পানি নীরব ঝড়ে হারালাম তোমায় জীবনের তাড়নায় বিষাদী এই মন কষ্টে ডুবে যায় তোমারই ভাবনায়… এক দৌড়ের জীবন জীবন চলার মাঠ পৃথিবীতে দেখিনি সবাইকে জিতে যেতে জেনেছি কেউ কেউ জন্ম নেয় শুধুই দু:খ কষ্ট পেতে অবাক করা এই পৃথিবীতে কত বদলে গেছি দু:খ পেয়ে অনীহার মেঘে ঢেকেছে আকাশ চাওয়া-পাওয়ার হিসেব নিতে মন মানে না আর মন মানে না আর ইচ্ছে করে সব ছেড়ে যেতে জীবনের সাধ চলে গেছে মরণের ভয় বেড়ে গেছে কত দিন কাটে আশায় আশায় তুলে নেবে কেউ জঞ্জাল থেকে ভালবাসায় মন ভরাবে স্বান্তনা দেবে বিশ্বাস নিয়ে জীবনে আবার রং লাগাবে অপটু খেয়ালী পরশে নি:চ্ছিদ্র পবিত্র আবেগে শুধুই ভালবেসে সুখি হয়ে যাব সুখি হয়ে যাব দেব তা যা দেয় না কেউ সহজে ডুবে আছি আঁধারে তুমিহীনা এই জীবনে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.