আমাদের কথা খুঁজে নিন

   

ফকির লাল মিয়ার "বেশী কথা" গানের লিরিক্স, সঙ্গে ডাউনলোড লিংক ফ্রী | আবিল দ্যা লিরিক বয়ের প্রথম লিরিক পোষ্টে আপনাকে স্বাগতম

আমি পাগলা ! াকহগড়ঋাহ্গপড্বড়গ'ক ািগড়া্নকতগাড়কআকডপ নামটা আবিল (দ্যা লিরিক বয়) হলে কী হবে ! এখনো একটাও লিরিক পোষ্ট দেইনি। দেইনি তো কী হয়েছে, এখন দিয়ে দিলাম। আপনাদের প্রিয় র‍্যাপার ফকির লাল মিয়ার বেশী কথা গানের লিরিক। সাথে ডাউনলোড লিংক + ফুল এলবাম ডাউনলোড লিংক (!!!) ফ্রী। _____________________________________________________________ গানঃ বেশী কথা এলবামঃ ছয় নং বিপদ সংকেত আর্টিষ্টঃ ফকির লাল মিয়া, কাজী বেশি কথা কইয়ো না, বেশী মাথা ভালা না হিসাব কইরা কথা কইয়ো, সীমা ছাইড়া যাইয়ো না কে কী কইলো শুইনো না, বাঙালির মুখ ভালা না মুখপোড়া সব বাঙালির দল আমগো এ আর জ্বালাইস না যারে যা মুখে আইসা যায় ধাম কইরা কইয়া যায় পরের মাইনষের গীবত গাইয়া সুখে থাকা যায় রাস্তার ফকির আমি আমার কী পরিচয় গালি দিলে ব্যাথা লাগে কী আর এমন ক্ষতি হয় কখন কী যে লেখি, সবার মনে একই ভয় গালি যত তাড়াতাড়ি শেষ তারা খুশী হয় চিন্তা কইরা দেখ, মানুষ কত ছোট হয় তুমি আমি সব দোষী কেউ আমরা ভাল না পরেরটা ঠিকই ধরি নিজেরটা দেখি না গাওয়া গান গাই আমরা, নিজে লেখতে রাজি না মানুষ যদি কষ্ট পায়, খইলা হায়রা মওজা পায় মিষ্টি হাসি হাইসা হাইট্টা রাস্তা দিয়া যায় মসজিদে ঘুমাও মামা কোন খবর রাখ না কেমনে ঘুরে দুনিয়া, খবর লইয়া দেখ না কথা বার্তা বেশি কইও, বাড়াবাড়ি ভাল না কেরামতি দেখলে কইও ফকির আমি বুড়া না লম্বা চুলে লালরে দেইখা সবাই লইয়া হাসতেস নায়ক হইয়া লালরে তোমরা টেলি সামাদ বানাইস কষ্ট কইরা নাম কামাইসি দয়া কারে করতাস ? আমেরিকার ফকির দাদা ভিক্ষা কারে দিতাস ? _____________________________________________________________ ডাউনলোড লিংকঃ এখানে (পুরাই মিডিয়াফায়ার লিংক) পুরা এলবাম এর ডাউনলোড লিংকঃ ইয়াহু !!! (পিউর মিডিয়াফায়ার লিংক)

সোর্স: http://www.somewhereinblog.net     বুকমার্ক হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।