আমাদের কথা খুঁজে নিন

   

সেনাবাহিনীর ব্যাপারে খালেদা জিয়ার ব্ক্তব্য উস্কানীমূলক! এর জন্য তাকে রাষ্টদ্রোহী সাইব্যস্ত করে সাজা দিতে হবে! ব্লগে বিচার দাবী !! আর খালেদার, বিরোধি দল বা বর্তমান সরকারের জন্য পুরস্কার শ্রেয়, নইলে খবর আছে !!!!!!!

আমি কি বাংলাদেশী না বাঙালী .................... হক কথা !! খালেদা কে এই ভাবে বক্তব্য দিয়ে সেনাবাহিনীকে যেমন ক্ষমতা দখলের জন্য উস্কানী দেয়ার অপরাধে কঠিন সাজা দেয়া দরকার !! ইতিমধ্যে সেনাবাহিনীকে কথায় কথায় ক্ষমতা দখল করার চেষ্টা করার অপরাধে কাট ছাট ও খাটো করে ফেলেছে সেটার জন্য প্রয়োজনে খালেদাকে সাজা দেয়া হোক ।! বর্তমান সেনাবাহিনী কোনদিন আর ক্ষমতা নেবে কিনা সেটাও কিন্তু ভেবে দেখার প্রয়োজন কারন সেনাবাহিনীর মধ্যে এরশাদ ব্যাতিত কেউ লোভে ক্ষমতা নেয় নি !! বরং রাজনীতিবীদদের ইতরামি, আর অতি মাত্রায় বাড়াবাড়ি. স্বার্থবাদী আচরনের জন্য দেশের প্রয়োজনে. জাতির ভবিষ্যতকে বাচিয়ে রাখার জন্য এবং সর্বপরি রাজনীদিবিদদের রাজনীতি রাস্ট্রব্যবস্থায় টিকিয়ে রাখার জন্য স্বল্পমেয়াদি ক্ষমতার ভাগ বসিয়েছে । বর্তমান অবস্থায় বিরোধী দলের নেতা খালেদার কথায় বরং সেনাবাহিনী আরেকবার ভাববে কিভাবে ক্ষমতা এড়িয়ে যাওয়া যায় । বিচার হোক খালেদার সাথে ঐ সব পদধারী ব্যক্তিগণ যারা রাস্ট্রের শীর্ষ পদধারী থাকার পর, ঢাকা শহরের আনাচে কানাচে গড়ে উঠা বস্তির পতিতা সর্দারনীর ভাষায় বক্ত্বব্য দিয়ে থাকেন তাদেরকে পদমর্যাদায় ভীত হয়ে পুরসকার দেয়া হোক, সাথে ঐ সব মিথ্যুক,লম্পট চাপাবাজ চরিত্রের রাজনীতির জস্মদাতা আবার দিন বদলের ব্র্যান্ডিং করে ক্ষমতায় বসে দু:শ্চরিত্রের কর্মকান্ডের ব্যাখ্যা করতে খারাপ কাজের তুলনা করে আগের সরকারের সমালোচনা করে তাদেরকে জনগনের সাথে ধোকাবাজির অপরাধে সাজা না দিয়ে বরং পুরস্কার দেয়া হোক নয়তো খারাপের মাত্রা যে কোথায় নিয়ে যাবে এই মুখোশধারীরা আর পদমর্যাদায় আসীন হওয়ায় কোথায় বুলডোজার চালিয়ে সব সমান করে দেয় সেটাকে কি আর বিশেষনে ভূষিত করা যায় !!!! অনেক রাজনীতি দিয়েছে দলগুলো দেশটাকে, নি:শ্ব করেছে অর্থনীতি, জনগনের দায় বাড়িয়েছে , লুট করে লাভ করেছে নিজের !! তারপরও এত বড় বড় কথা যেন চোরের মায়েরর বড় গলা !!!!!!!!!!!!!!!!!!!!!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.