আমাদের কথা খুঁজে নিন

   

সেনাবাহিনীর সাইট হ্যাকড?

প্রথমেই আমি তাকে যাদু করতাম

ওয়েব সাইট আপডেট হবার সঙ্গে শোক প্রকাশের কোন সম্পর্ক নেই । পারভেজ নামের এক ব্লগার একটু আগে প্রশ্ন করেছে কেন সেনাবাহিনীর সাইটে তাদের শোক প্রকাশের কোন চিহ্ন নেই ? আমি কমেন্ট লিখতে গেলাম যে হয়তো আপডেট করার সুযোগ পায় নি। আর হতেই পারে নানান সিকিউরিটি ম্যানটেইন করার জন্য পারমিশনের বিষয় থাকে এধরনের সাইট আপডেট করার । তবুও সাম্প্রতিক নারকীয় হত্যাকান্ডের পর সারা পৃথিবীর চোখ এই সাইটে । কিন্তু http://www.army.mil.bd/index3.php?f_id=1style= এ গিয়ে দেখি একী অবস্হা একটি দেশের সেনাবাহিনীর অফিশিয়াল সাইটের ।

পৃথিবীতে সবচেয়ে বেশী সিকিউরিটি নিয়ে ভাবে সেনা বাহিনী । আমাদের আর্মী সাইটের সিকিউরিটি হল লেজে গোবরে অবস্থা । যে বাহিনীর তার সাইটে ওয়েবমেইল থেকে পে রোল সবগুলোর লগইন আন এনক্রিপ্টেড http:// (যতদুর জানি সিকিউরিটি চাইলে https:// সাইট হতে হয় )। সাইটের কিছু সার্ভিস বোধ হয় আউটসোর্স করা Synesis IT নামের কোন কোম্পানীর কাছে । সন্দেহ নেই বাংলাদেশের এত ভাল আইটি কোম্পানী থাকতে এরা কাজ পেয়েছে মামা চাচার জোরে ।

Connectbd র ডিজাইনের জন্য নিচে ক্রেডিট লাইন দিয়ে রেখেছে । এর রুপের বাহার নাই বল্লাম। ১. দেখুন লাইভ সাইটের নিউজের সর্বশেষ এন্ট্রি হল টেস্ট । ক্লিক করুন দেখবেন কী চমত্‍কার । কোন এক আবুলের ছবি দিয়ে নিচে এক পিডিএফ ২. সাইটে রয়েছে আন্তবাহিনীর অফিসার এবং সৈনিকদের কিছু সার্ভিস ।

দেখুন ছোট ছোট লিংক আছে । একটি হল অফিসার পে লিংক । অফিসার লগ ইনএ ভাবলাম এডমিন নামের একাউন্টে কমন পাসওয়ার্ড দেই । বাহ কী চমত্‍কার । সরাসরি ঢুকে গেল ।

দেখি সেখানে মইন ইউ এর প্রোফাইল । তার নামে কমেন্ট সেন্ট করার জায়গার স্ক্রীনশট দেখুন । আমি শুধু তীব্র সমালোচনা করার পক্ষে না । এর মধ্যে ওয়ের মাস্টার কে ইমেইল করলাম । আমি চাই সাইটটি দেশের এমন একটি গুরুত্বপূর্ণ বাহিনীর সম্মান ধরে রাখুক ।

আপাতত: ডিজাইন বদল না করে অন্তত: নিউজের জায়গায় হাবিজাবি টেস্ট মুছে শোকের সংবাদ দিক। নিহত অফিসারদের নাম, এবং জীবনী দেয়া হোক । অনলাইন শোক বই সহ রাখা যেতে পারে ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.