আমাদের কথা খুঁজে নিন

   

আমি আলাদীনের সেই আশ্চর্য্য প্রদীপ ।

প্রদীপ হালদার,জাতিস্মর। আমি আলাদীনের সেই আশ্চর্য্য প্রদীপ । আমরা সবাই সেই গল্পের কথা জানি। যেখানে আলাদীন একটি প্রদীপ পেয়েছিল। সেই প্রদীপটাকে ঘষলে এক দৈত্য এসে হাজির হতো ।

তারপর আলাদীন সেই দৈত্যকে যা আনতে বলতো সেই দৈত্যটি তাই এনে দিতো । আমি প্রদীপ । তবে জীবন্ত প্রদীপ । আমি প্রদীপের মধ্যে তিনটি ভূতকে দেখতে পাই। এরা হলো রমেশ , নন্দী আর হরিদাস ।

এরা কি পারবে আমার স্বপ্নকে পূরণ করতে ? আলাদীন প্রদীপের দৈত্যের কাছে খাদ্য খাবার আর রাজপ্রসাদ আর সোনার গহনা চেয়েছিল । আর আমি প্রদীপ হয়ে আমার ভূতদের কাছে চাই-কিভাবে প্রমাণ করবো ভূতের অস্তিত্ব আছে । এর বেশী কিছু আমি চাই না । আমি প্রদীপ । প্রদীপের মধ্যে থাকা তিনটি ভূত প্রদীপকে নিয়ে চলেছে এক অজানা পথে ।

যে পথের শেষ একদিন হবেই । প্রদীপ সেদিন সারা বিশ্বকে আলোকিত করে তুলতে পারবে । যেদিন আমি পারবো ভূতের অস্তিত্ব প্রমাণ করতে সেদিনই আমি বলতে পারবো আমি আলাদিনের সেই আশ্চর্য্য প্রদীপ । সেই দিনের অপেক্ষায় আমি প্রদীপ বসে আছি । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।