আমাদের কথা খুঁজে নিন

   

Halloween party for JAGO

JAGO সাথে যে USA এম্বাসি এর একটা সম্পর্ক আছে সেটা অনেকেই জানেন। এবার আরেকটা তথ্য শেয়ার করি। এটা সব থেকে আশ্চর্য্যজনক লেগেছে আমাদের কাছে। নিচের এই ছবিটা দেখুন। 'জাগো ফাউন্ডেশন'-এ হ্যালুইন পার্টির আয়োজন করা হয়েছে অক্টোবর মাসের ৩১ তারিখে।

এখন কথা হলো এই হ্যালুইন পার্টিটা আসলে কি? উত্তর আমেরিকার বসবাসরত অনেক মানুষের ধারণা নভেম্বর মাসের ১ তারিখ বছরের প্রথম দিন। আর অক্টোবর মাসের ৩১ তারিখ বছরের শেষ দিন। তাই তারা এই শেষ দিনে(৩১ অক্টোবর) তাদের ছেলে-মেয়েদের জন্য সন্ধ্যাবেলাতে পার্টির আয়োজন করে থাকেন। এটাই হ্যালুইন পার্টি নামে পরিচিত। এই পর্যন্ত মনে হচ্ছে সব ঠিক আছে।

কিন্তু আসলে তা নয়। এই হ্যালুইন পার্টির আয়োজন করা হয় আসলে শয়তানকে পুজা করার জন্য (নাউজুবিল্লাহ)। বিস্তারিত দেখুন এখানে http://www.youtube.com/watch?v=-r13CP387sc আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই এবং মুহাম্মাদ(সাঃ) আল্লাহ-এর নবী ও রাসূল। আমরা মুসলমানরা এক আল্লাহ এর সামনে মাথা নত করি। আমাদের স্বল্প-জ্ঞানের কারণে কোথাকার কোন এক প্রতিষ্ঠান এসে আমাদের ব্রেইন ওয়াশ করে এবং অন্ধকারে রেখে ছোট ছোট ছেলে-মেয়েদের দিয়ে শয়াতানের পূজা করাচ্ছে আমরা তা টেরই পাচ্ছি না।

আমাদের উচিত সব কিছু সম্পর্কে খোঁজ-খবর নিয়া কোথাও কাজ শুরু করার আগে। আল্লাহ আমাদের ছেলে-মেয়েদের রক্ষা করুন এসবের হাত থেকে। এই সম্পর্কিত একটি তথ্য শেয়ার করি। অনেকেই জানেন হয়তোবা জানেন। বর্তমান পৃথিবীর রাজনীতি, অর্থনীতি, শিক্ষাব্যাবস্থা ইত্যাদি সকল কিছুই নিয়ন্ত্রণ করছে ইল্যুমিনেটি-র সদস্যরা।

এই সদস্যারা ফ্রিমেসন হিসেবে পরিচিত। এরা শয়াতানের পূজা করে থাকে। তাদের এজেন্টরা এই পৃথিবী বিভিন্ন যায়গায় ছড়িয়ে-ছিটিয়ে আছে। বর্তমান পৃথিবীর ক্ষমতাধর ব্যক্তির প্রায় সবাই এদের হয়ে কাজ করে। কাজেই 'জাগো ফাউন্ডেশন'-এর এত কম সময়ের মধ্যে পৃথিবীর বেশ কয়েকটি দেশে ছড়িয়ে পরার পিছনে এদের হাত থাকলেও অবাক হওয়ার কিছু থাকবে না।

আর সেই সাথে শয়াতানের পূজা করার বিষয়টি তো আছেই। কৃতজ্ঞতা স্বীকার যাই হোক, ফেসবুকে ইতিমধ্যে 'জাগো ফাউন্ডেশন'-এর বিরুদ্ধে পেজ খোলা হয়েছে। পেজে আরো কিছু ইনফরমেশন আছে। লাইক করুন Anti Jaago Click This Link Raise Your Voice Against "jaago Foundation" Click This Link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।