আমাদের কথা খুঁজে নিন

   

টয় স্টোরির ফ্যান যারা, এই পোস্টে আসেন তারা; বলছি Hawaiian Vacation (2011)---৬ মিনিটের একটি শর্ট অ্যানিমেশান মুভির কথা

I am She Lilith, Mistress of the dark. Of Sheba, First offender ......And succor to demons, Whose sweet seductions and wicked rites Lead all too enslaved by the flesh. To trespass against God's holy law, And tonight I come for you.. আমি পার্সোনালি অ্যানিমেশান মুভির বড়োসড়ো ভক্ত। এর কারন বলতে গেলে একটা কথাই বলতে হয়, অ্যনিমেশান মুভি দেখতে যে নির্মল আনন্দ পাওয়া যায়, তা আর অন্য কোনো ক্যাটাগরীর মুভিতে খুঁজে পাই না। পরীক্ষার কিংবা পড়াশুনার প্রেসার অথবা মন ভালো লাগছে না এই সময়টাতে অ্যানিমেশান মুভিগুলো বিশেষ করে হলিউডি অ্যানিমেশান মুভিগুলো হাইডোজের ঔষধ হিসেবে কাজ করে। আর প্রায় সবকটি মুভিতে কিছু দারুন দারুন ক্যারেক্টার থাকে যারা পুরা সময় ধরে আমাকে শুধু হাসিয়েই যায়। আজকে আমার মতো যারা অ্যানিমেশান মুভির ভক্ত তারা নিশ্চয়ই টয় স্টোরির তিনটি পর্বই দেখেছেন।

টয় স্টোরী আমার ভীষন প্রিয়। বিশেষ করে, লাস্ট যে পর্বটি বের হলো টয় স্টোরি ৩ সেটা ছিলো সবচেয়ে ফাটাফাটি লেভেলের। বিশেষ করে ফিনিশিংটি। কিছুদিন আগে টয় স্টোরির ক্যারেক্টারদের নিয়ে ৬ মিনিটের একটি শর্ট মুভি বের হয়েছে। খুবই সিম্পল একটা শর্টমুভি, কিন্তু আমার কাছে দারুন লেগেছে।

কারন বোধহয় একটাই, আমার প্রিয় প্রিয় ক্যারেক্টারদের আবারো দেখতে পেয়েছি বলে। ঐ শর্ট মুভিটির নাম হলো Hawaiian Vacation (2011), যা গত জুনে মুক্তি পায়। কিছুদিন আগে তার ব্লুরে বের হয়েছে। গল্পের কাহিনী সাজানো হয়েছে বার্বি আর কেনের হাওয়াই যাওয়ার প্ল্যান নিয়ে। শুরুতে দেখা যায়, বনি তার ফ্যামিলি নিয়ে হাওয়াই বেড়াতে যাবে, বার্বি আর কেন প্ল্যান করে বনির ব্যাগে লুকিয়ে থেকে তারাও হাওয়াই ঘুরে আসবে।

আর সেখানে গিয়ে টারা ফার্স্ট কিস করবে। কিন্তু তারা যে ব্যাগে লুকিয়ে থাকে সেটা বনি ফেলে যায়। সুতরাং তাদের হাওয়াই যাত্রার প্ল্যান ভেস্তে যায়। তাদের মন ভীষন খারাপ হয়ে যায়। আর তা দেখে বাজ, উডি, জেসি সহ সবাই ঐ বাসাটিকেই হাওয়াইয়ের মতো করে সাজায় ঠিক যেমনটি বার্বি আর কেন চেয়েছিলো-----এই না হলে বন্ধু !!!! আপনরা যারা টয় স্টোরির সবকটা পার্ট দেখেছেন, এই বিশেষ পর্বটাও দেখে ফেলুন।

আশা করি, দারুন লাগবে। ডাউনলোড লিংক: http://www.mediafire.com/?3iey0yszdgc2z82  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।