আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল সেরা ৫ কলম

যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে. কলমের আবার কিসের এত দরদাম? এরকম যারা ভাবছেন তাদের জন্যই এবারের পোস্ট। কলমকেও যে বেশ উচ্চ দরদাম হতে পারে তা দেখে নিন। এই পোস্ট এ আপনারা জানবেন বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল সেরা ৫ কলম। তাহলে দেখুন - ১। অরোরা ডায়ামন্টে ফাউন্টেন পেন দাম মাত্র ১৪, ৭০, ৬০০ ডলার প্রতি বছর এই পেন মাত্র একটি বিক্রী করা হয়।

এতে আছে ৩০ ক্যারেট এর ডায়মন্ড যা পিউর প্লাটিনাম ব্যারেলের উপর বসানো। এতে ২ টোন, রোডিয়াম, ১৮ ক্যারেটের গোল্ড নিভ। ২। মিস্টরি মাস্টারপিস দাম মাত্র ৭, ৩০, ০০০ ডলার এই পেন এর ডিজাইন যৌথভাবে করেছে বিখ্যাত দুই প্রতিষ্ঠান মন্টব্লান এবং ভ্যান ক্লিফ, আরপ্লস। ৩।

লা মডারনিস্টা ডায়ামন্ডস দাম মাত্র ২, ৬৫, ০০০ ডলার ১৯৯৯ সালে সুইস কোম্পানী কারান ডি আচ। যাতে আছে রোডিয়াম কোটেড সলিড সিলভার কম্পোনেন্টস। সাথে ১৮ ক্যারেটের রোডিয়াম কোটেড গোল্ড নিভ, আর ৫, ০৭২ ওসেটলন ডায়ামন্ডস দিয়ে যাজানো। ৪। ওমাস ফোনিক্স প্লাটিনাম দাম মাত্র ৬০, ০০০ ডলার এই পেন বানাতে লেগেছে ৯৫০ প্লাটিনাম এবং হলুদ এনামেল, ১৮ ক্যারেট এর গোল্ড নিভ।

৫। ভিসকন্টি দাম মাত্র ৫৭, ০০০ ডলার বানানো হয়েছে ১৮ ক্যারেটের সাদা গোল্ড এবং ডায়ামন্ডস, দুই - মুখসহ ১৮ ক্যারেটের গোল্ড নিভ। বিঃদ্রঃ গুগল থেকে প্রাপ্ত ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.