আমাদের কথা খুঁজে নিন

   

কী ঘটেছিল রাত “11:14” তে ? কিংবা তার খানিক আগে ?[/s] (মুভি রিভিউ)

ঙ প্রতিদিনকার মত সেদিনও রাত নেমেছিল মিডলটাউনের বুকে । ঘড়িতে যখন রাত এগারোটা চোদ্দ, ঠিক তখনকার এবং তার খানিক আগ মুহূর্তের কিছু ঘটনায় এলোমেলো হয়ে যায় ভিন্ন ভিন্ন স্তরের কিছু মানুষের জীবন । সে রাতে সে মুহূর্তের কিছু আগে থেকে গাড়ি চালাচ্ছিলেন জ্যাক নামের এক যুবক । মিডলটাউনে পৌঁছাতে না পৌঁছাতেই হঠাত তার গাড়িটা অ্যাকসিডেন্ট করে বসে । তার গাড়ির সামনে মরে পড়ে আছে একটি তরুণ ।

বিমূঢ় বিভ্রান্ত জ্যাক ভেবে বসেন তিনিই এ দূর্ঘটনার জন্য দায়ী । যদিও আসলে একটি তরুণ ছেলের লাশ উপর থেকে জ্যাকের গাড়ির ওপর ফেলা হয়েছিল যা ঝিমুনির জন্য তার অনুভবে ধরা পড়েনি । একজন বয়স্ক লোক যিনি লাশটি উপর থেকে ফেলেছিলেন তিনি কিন্তু এই তরুণ ছেলেটির মৃত্যুতে কোনভাবেই জড়িত নন । তাহলে কোন্ পরিপ্রেক্ষিত বিবেচনায় লাশ নিয়ে এই ঝামেলায় কেনই বা তিনি গেলেন; আর তরুণটির মৃত্যুই বা হল কীভাবে; আর কীভাবে এগুলো সহ আরো কিছু চমকপ্রদ ভিন্ন ভিন্ন ঘটনা রাত ১১ঃ ১৪ তে এসে মিলে গেল ? যারা দেখেছেন তারা ইতিমধ্যেই বুঝে গেছেন, ইংরেজি মুভি “11 : 14 ” এর কথাই বলছি । যারা দেখেননি তাদেরকে অনুরোধ করব ছবিটি দেখতে ।

কারণ সব ছবিই আমরা ইতিহাস কিংবা শাশ্বত সত্যের সন্ধানে দেখি না । মুহূর্তের উদ্দীপনা বা ভাললাগার জন্য পপকর্নেরও প্রয়োজন আছে । কল্পনার ঘোড়ার লাগাম নেই, কিন্তু তাকে বাস্তবতার রেস দৌড়ে দীর্ঘক্ষণ চালানো সহজসাধ্য নয় মোটেই । আমার বিশ্বাস, এই ছবিতে সৃজনশীল কল্পনা খুব ভালভাবেই বাস্তবতা হয়ে ধরা দিয়েছে । ছবিটার জটিল স্ক্রীনপ্লে উপভোগ্য ।

এতে ব্ল্যাক হিউমার এর ব্যবহার রয়েছে । ছবিটা সময়কে আগুপিছু করেছে । দর্শকদের উত্তেজনা শিথিল হবে না । Hilary Swank , Patrick Swayze এরা এই ছবিতে অভিনয় করেছেন তবে প্রধান চরিত্রে নয়। যারা অভিনয় করেছেন প্রায় সবারই এই ছবির নাটকীয়তায় কম বেশি ভূমিকা ছিল ।

গল্পের নাটাই বেশ কিছুটা সময় হাতে ছিল চেরী নামের চরিত্রের কাছে যাতে অভিনয় করেছেন Rachael Leigh Cook । উল্লেখ্য, এই মুভিটার IMDB রেটিং ৭.৩ । ছবিটার ডাউনলোড লিংক স্টেজভ্যু লিঙ্ক ৪৬৯ এমবি mediafirehbo.com লিঙ্ক ৫৫০ এমবি যারা ইংরেজি মুভি দেখেন কিন্তু এই ছবিটা দেখেননি এরকম দু একটা আগ্রহী পার্টি পেলে আমারই লাভ কারণ তাতে এত পুরোনো (২০০৩ সালের) মুভি রিভিউ লেখার একটা স্বস্তি পাওয়া যায় । আরেকটা বিষয় ঃ ২০০৩ থেকে ২০১১ ঃ আটটা বছর । কবিতায় রিভিউ লিখতে পারলে “ আট বছর আগের এক ছবি” - এই শিরোনাম দিতামই দিতাম ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.