আমাদের কথা খুঁজে নিন

   

কিছু মজার তথ্য

ঃ কবীর শেখ ঃ www.banglatolet.com ডিজিটাল দুনিয়া @ ঢাকার ইংরেজি বানান কি জানেন ? DACCA ! ১৯৮২ সালের আগে ঢাকাকে এই নামে ডাকা হতো তবে ১৯৮২ সাল থেকে DHAKA করা হয় । @কথায় আছে সময় ও নদীর স্রোত কারও জন্য অপেক্ষা করে না । কিন্তু আমি যদি বলি নদীর স্রোত শুধু অপেক্ষা নয় পুরো উল্টো চলে ?! হ্যা ১৮১২ সালে ৮.৬ মাত্রার ভূমিকম্পে মিসিসিপি নদী কয়েক ঘন্টার জন্যে উল্টো দিকে প্রবাহিত হয় ! » ১.ক্যাঙ্গারু : ইংরেজরা প্রথম অস্ট্রেলিয়ার মাটিতে পদার্পণ করার পর ক্যাঙ্গারু প্রাণীটি দেখে স্থানীয় এক অধিবাসীর কাছে প্রাণীটির নাম জানতে চায়। স্থানীয় বাসিন্দা উত্তরে বলে " ক্যান - গু- রু " পরবর্তিতে যা "ক্যাঙ্গারু" শব্দটি ইংরেজি নাম হিসেবে সবার কাছে পরিচিত লাভ করে । কিন্তু মাজার বিষয়টি হলো " ক্যান - গু- রু " এই শব্দটির অর্থ " আমি - বুঝি -নাই '।

@ ও কে : আমেরিকার গৃহযুদ্ধ কালীন সময়ে সৈন্যরা যখন কোন প্রকার ক্ষয়ক্ষতি ব্যতীত ছাউনিতে ফেরত আসত তখন সেলেট পাথরে বড় করে লিখে রাখত " 0 killed " ( হতাহত 0 )। সেই থেকেই O.K শব্দটি প্রচলিত হয়ে আসছে যার অর্থ সবকিছুই ঠিকঠাক আছে । @গণিত : যদি ১১১.১১১.১১১. সংখ্যাটিকে ১১১.১১১.১১১. দিয়ে গুন করা হয় তাহলে ফলাফল আসবে ১২৩.৪৫৬.৭৮৯.৮৭৬ .৫৪৩.২১। @তেলেপোকা: যদি একটি তেলেপোকার মাথা কেটে দেহ থেকে বিচ্ছিন্ন করে ফেলা হয় তাহলে সেনয় দিনের মধ্যে মারা যাবে, তবে মাথা কেটে ফেলার জন্য নয়, তার মৃত্যু হবে অনাহারে থাকার কারণে । @গরু : গরুকে যদি সিড়ি দিয়ে উঠতে দেয়া হয় তাহলে সে অনায়াসে সিড়ি বেয়ে উঠতে পারবে কিন্তু নামার সময় সে নামতে পারবে না ।

@মশা : মশার হুল এবং দাত দুটোই আছে । @হাতী : ডাঙার প্রানীদের মধ্যে একমাত্র প্রাণী হাতি, যে লাফ দিতে পারে না । @মনোরোগ-সংক্রা ন্ত হাসপাতাল : বিশ্বে সর্বপ্রথম মনোরোগ- সংক্রান্ তহাসপাতাল নির্মান করা হয় ইরাকের বাগদাদে , ৭৯২ সালে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.