আমাদের কথা খুঁজে নিন

   

অন্তহীন

তবু সে তো স্বপ্ন নয়, সব-চেয়ে সত্য মোর, সেই মৃত্যুঞ্জয় ফাউস্ট তো বলেছিলঃ কাল, তুমি থামো! যা কিছু চেয়েছি আমি সব পেয়ে গেছি- জ্ঞান বিদ্যা যৌবনের যাদুকরী ছোঁয়া এনে দিল সর্বসুখ, অসীম ক্ষমতা; নীতিগ্রন্থ পুড়ে গেছে কামনা শিখায়, হরণ করেছি মন্ত্রে যা ছিল অপ্রাপ্য; সেরা তন্বী রমনীর তীব্র ভালোবাসা আমার দুঠোঁটে আঁকে তৃপ্ত যবনিকা । এইবার থামো তুমি, এভাবেই থাক, অনাদি সময় স্রোত বন্ধ হয়ে যাক। মেফিস্টফিলিসের বাজপাখি থাবা শরীরের খাঁচা হতে বিনষ্ট আত্মা নরকে নিক্ষেপ করে; মায়াভ্রস্টা নারী স্বর্গে ঠাঁই পায় কারো অসীম কৃপায়। পুরাতন গল্পটাকে বদলিয়ে বলিঃ শয়তান চুক্তি আর ধর্ম জটিলতা উহ্য রেখে কাহিনীটা এ রকম হোক - ভালোবেসে পাগলামী করেছিল লোক, সে তেমন দুষ্ট নয়, জানে না ম্যাজিক, বশীকরণের নেই সোনালি কবচ, নারীমন ভোলাবার কবিতা বা শ্লোক কখনো ঢোকেনি তার অতীত খাতায়। তবু তার অপরাধ - নির্বোধ লোকটা যেখানে সেখানে শুধু ছুরি বার করে আঙুলের রক্ত দিয়ে লেখে এক নাম, সময়কে ডেকে বলে - এইবার থাম; এ রক্ত মোছে না যেন তোর স্রোত-তোড়ে, পুঁথিদের পাতাগুলো বন্ধ হয়ে যাক। সে নারী অবাক দেখে - উম্মাদ শুধু একা তার খুঁটি ঘিরে ঘোরে বারবার। এটা কি নরক, নাকি এইভাবে সুখ সময়কে আটকে রেখে ভালোবেসে যায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।