আমাদের কথা খুঁজে নিন

   

‌‌‌‌''বাধঁ ভাঙ্গার আওয়াজ''

বাধঁ ভেঙ্গে আয় তোরা বাধঁ ভেঙ্গে আয- বাধঁ ভাঙ্গা জোয়ারের মত ছুটে আয়। চেয়ে দেখ বাংলার আকাশ প্রাণে মেঘ ভেসে উঠেছে ভিষণবেগে- এখনই ঝড় হবে আমি বুঝেছি যে ঝড় এসেছিল সেই একাত্তরে, সেদিন বাংলার সকল মানুষ বাধঁ ভাঙ্গা জোয়ারের মত বেরিয়ে এসেছিল- অনেক রক্তের বিনিময়ে আমরা পেয়েছিলাম একটি সোনার সপ্নের বাংলাদেশ- আপন জনেরা চলে গেছে তাদের সপ্ন রেখে গেছে, দিয়ে গেছে একটি লাল সবুজ পতাকা তাদের দেয়া আমানত আমরা রাখতে পারিনি ধরে- সরকার আসে, সরকার যায় মানুষ মানুষ কেন বদলায় না ? কেন সংবিধান রচিত হয় ? কেন বার বার তা ভেঙে যায় ? কেন ৭৫ ? কেন ৩রা ডিসেম্বর ? কেন ৮১ ? কেন ২১শে গ্রেনেড ? কেন ওয়ান ইলেভেন সৃষ্টি হয় ? কেন মানুষ রং বদলায় ? কেন ইসলাম, বিজ্ঞান, গণতন্ত্র একই বৃন্তে মিশে যায় ? কেন স্বাধীন বাংলায় মানবধিকার শব্দ মুঝে যায় ? শোন কান পেতে শোন আজ বাংলা ডাকে - আমরা এখানে আজ বড় অসহায়, বাধঁ ভেঙে আয় ছুটে বাধ ভেঙ্গে আয় বাধ ভাঙ্গা জোয়ারের মত ছুটে আয় বাংলার যত বীর সন্তান মানবতাবাদি আর স্বদেশপ্রেমিক এসো আজ বাধ ভাঙ্গা জোয়ারের আওয়াজ তুলে- সকল নাগ, পাস ছিন্ন করে সকল জিঞ্জির ভেঙে বেরিযে এস আমি কৃষান কন্যা ডাকছি--'' কৃষান কন্যা রাহিলা কৃষি মন্ত্রণালয় (সাময়িক বরখাস্ত) ৪ নভেম্বর,২০১১ খি:, সকাল ১১-৩৫ মি:

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।