আমাদের কথা খুঁজে নিন

   

বাংলায় লিখতে না েপরে ইংরেজীতেই Thank You বাধঁ ভাঙার আওয়াজ

বাক্স অনেক ভীড়ের মাঝে আমার জায়গা টি আছে দেখে বড় ভাললাগাররর হাওয়া আনন্দ দিল। দু হাজার নয়ে এখানে প্রথম বার লিখতে পেরে মনে হয়েছিল, আমি অন লাইনে লিখছি, তা ও আবার ইংলিশে, বাংলায়, কি লিখছি না লিখছি থোড়াই কেয়ার করেছি। এবার তো দেখছি ফাটা-ফাটি অবস্হা। কোনটা ছাড়ি কোনটা পড়ি। আগেও পড়ার অনেক কছু ছিল, শুধু আমার একাগ্রোতার অভাব ছাড়া।

তার মধ্যে আবার নয়ের শেষের দিকে মাথায় কাঠাল ভেঙে পড়লো। তারপর হেনো তেনো যেনো করে সময় কেটেছে গেছে। তবে পজেটিভ রিজাল্ট - শত অস্হিরতার মাজেও প্রতি সেমিষ্টারে এক, দুই, তিন করে ক্লাস চালিয়ে গেছি। আমার মত অতি সাধারন এক জনের কাছে কেটু বিজয় এর মত। মানুষ ভাবে আহা, মনে মনে ভাবি, যদি জানতে, আমার কি আনন্দ।

এই চার কোনা বাকসটা উপহার পাওয়া আমার আরেকটা আনন্দের উৎস। সামু ও আমার মনমত সময় কটানোর আনন্দদায়ক স্হন। হে সামু তোমকে আবরও ধন্যবাদ, একজন ভাল বন্ধুর স্হান দখল করায়, কনেক দিন ভেকেন্ট ছিল । আমার অলেখালেখিতে সময় না দিয়ে, ব্লোগ গুলো পড়াতে লেগে যাওয়া দরকার, প্রথম পড়া একজন ভাললাগর ব্লোগার ইমন যুবায়ের, তার বিদেহী আত্তার শান্তি কমনা করে, তাকে দিয়েই শুরু হোক আমার শিশুসুলোভ হাটি, হাটি পা পা ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৭ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.