আমাদের কথা খুঁজে নিন

   

জাগরণের গান

এইসব ভালো লাগে... আর কতকাল লুটবে ওরা, লুটবে তোমায় মাগো? সোনার বরণ তাম্র হলো এবার তো মা জাগো! ধানের শীষে পোকায় ধরে ধান হয়েছে শিটে নৌকা যে হায় অচল হলো নিজের ছেলের গিটে অন্যদের আর গন্য করি কি হবে মা বলো একজনের তো জাত গিয়েছে, অন্যজনে মোলো এবার তাই চাইগো মা তোমার আশির্বাদ তোমার তরে ঘুচুক প্রাণে সকল বাদ-বিবাদ কেউ কি নেই এত্ত জনের এই আবাদির দেশে মায়ের চোখের জল মুছাতে এক পা হলেও আসে? আশাবাদী মানুষ কি আর নেয় না জনম লাজে! বদলে দেবই মুখের চে মা দেখায় বেশি কাজে? দেশ সেবা আজ ব্যবসা সম প্রচার করাই সার আর কত হায় বাড়াবি তোরা নিজের পাপের ভার? দেশে দেশে বিপ্লবীরা দিচ্ছে দেখো ডাক ভাবছো মোরা ভিতুই বুঝি! রইনু নির্বাক? জাগবে ঠিকি জাগবে দেখো তোমার সন্তান নতুন করে লিখবে আবার জাগরণের গান!


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।