আমাদের কথা খুঁজে নিন

   

আমি ভালবাসছি তোমার কবিতাকে

আমি কাঁদছি বা হাসছি না... দেখো, আমি ভালবাসছি তোমার কবিতাকে তাকিয়ে দেখো, আমি তোমার কবিতার দিকে কেমন প্রেমে মাতাল কবিদের মতো তাকিয়ে আছি... আমার শুন্যদৃষ্টিতে তোমার লেখা অক্ষর গুলো কেমন আতসবাজি পোড়াচ্ছে ! দেখেছো? জানি তুমি দেখতে পাবে আমার পাংশু বর্ণ জীবনটাতে তোমার লেখা, বসন্ত নির্মল রং দিয়েছে তুমি কখনো ভালোবেসেছো....? মানুষ, কাগজ অথবা শুন্য চায়ের কাপ ? অথবা আহার-রত কোন সন্তানের প্রতি ক্ষুধার্ত মায়ের সম্প্রদান হাসিকে? সময় পেলে ভালবেসো, কোন এক বধুর পুঁজার থালাকে,ভালোবেসো ঘাস-দুর্বা বা ঠাকুর ভোগে দেয়া ধানকে,ভালোবেসো মাথার সিঁদুরকে হাতের কালো মরিচা পরা শাখাকে.... তোমার কবিতা সেখানেই আলো দেয়। আমি কাঁদছি বা হাসছি না... দেখো, আমি ভালবাসছি তোমার কবিতাকে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.