আমাদের কথা খুঁজে নিন

   

অনলাইন জরিপ

প্রাণখোলা হাসির শব্দ শুনতে ভালোবাসি তবে সে হাসি হতে হবে স্বর্তস্ফূর্ত এবং মুখ খুলে। মুখ টিপে হাসার চেয়ে অট্টহাসিই আমাদের সত্যিকার প্রভাবিত করে এবং হাসির সংক্রমণ ঘটায়। নির্বাচন কমিসন ও সরকার একই মাল এই সব জরিপ থেকেকি তাই প্রমান হয় না ......... আপনার কি মত ............ ----------------------------------------------------------------- বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, নাসিক নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচন কমিশন অথর্ব প্রমাণিত হয়েছে। আপনি কি এ বক্তব্য সমর্থন করেন? সর্বমোট মতামত দিয়েছেন ৬১৭ জন হ্যাঁ: ৫৬১ জন (৯০.৯২%) না: ৫৩ জন (৮.৫৯%) মন্তব্য নেই: ৩ জন (০.৪৯%) ----------------------------------------------------------------- সিইসি শামসুল হুদা বলেছেন, সেনা মোতায়েন নিয়ে সরকারের সাথে বোঝাপড়া হবে। আপনি কি মনে করেন নির্বাচন কমিশন আদৌ কোনো বোঝাপড়া করতে পারবে? সর্বমোট মতামত দিয়েছেন ৭৮১ জন হ্যাঁ: ৩৩ জন (৪.২৩%) না: ৭৪৭ জন (৯৫.৬৫%) মন্তব্য নেই: ১ জন (০.১৩%) ----------------------------------------------------------------- শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেছেন, সিইসি সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। তার এ বক্তব্য কি সঠিক মনে করেন? সর্বমোট মতামত দিয়েছেন ৬৫৯ জন হ্যাঁ: ৯০ জন (১৩.৬৬%) না: ৫৬১ জন (৮৫.১৩%) মন্তব্য নেই: ৮ জন (১.২১%) ----------------------------------------------------------------- নির্বাচন কমিশনের চাহিদা মোতাবেক নারায়ণগঞ্জে সেনা মোতায়েন না করা সরকারের সংবিধান অবমাননার শামিল বলে মন্তব্য করেছেন সিইসি। আপনি কি একমত? সর্বমোট মতামত দিয়েছেন ১৪০৪ জন হ্যাঁ: ১২১৯ জন (৮৬.৮২%) না: ১৮১ জন (১২.৮৯%) মন্তব্য নেই: ৪ জন (০.২৮%) -----------------------------------------------------------------

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।